ছাতকে ডাকাত গ্রেফতার
- আপলোড সময় : ২২-০৫-২০২৫ ১১:৩৮:২২ অপরাহ্ন
- আপডেট সময় : ২২-০৫-২০২৫ ১১:৩৮:২২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ::
শান্তিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতিসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল জব্বার (৫২) গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) রাতে ছাতক থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে শান্তিগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল জব্বার শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের থলেরবন্দ গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলীর নেতৃত্বে ও দিকনির্দেশনায়, থানা পুলিশের একটি দল র্যাব-৯ এর সহায়তায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে তাকে ছাতক এলাকা থেকে আটক করে আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ওসি মো. আকরাম আলী।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ