সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ , ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক : ভেস্তে গেছে চার লেন প্রকল্প জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ইরা-সিআরইএ প্রকল্পের ‘অভিযোজন এক্সপো’ সম্পন্ন কাজের খোঁজে গ্রামাঞ্চলের দিনমজুররা শহরমুখী প্রশাসনের অনুমতি ছাড়াই শিল্পপণ্য মেলার আয়োজন! লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা তাহিরপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ র‌্যাবের অভিযানে ভারতীয় ২৭২ বোতল মদ জব্দ যারা নির্বাচনের বিরোধিতা করছে তারা দেশের শত্রু : কয়ছর এম আহমদ প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় : তারেক রহমান সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’ দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর এম আহমেদ জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্প পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তাহিরপুরে তোপের মুখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা

৫ বছরেও শেষ হয়নি ১১ মডেল মসজিদ নির্মাণ

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৯:১৯:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ১০:২৮:৩৩ পূর্বাহ্ন
৫ বছরেও শেষ হয়নি ১১ মডেল মসজিদ নির্মাণ
জাহাঙ্গীর আলম ভূঁইয়া ::
দৃষ্টিনন্দন, আকর্ষণীয় ও আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত মডেল মসজিদ নির্মাণের পাঁচ বছর পার হলেও সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলায় ১৩টি মডেল মসজিদের মধ্যে মাত্র ২টি নির্মাণ সম্পন্ন হয়েছে। বাকি ১১টি মসজিদের কাজ এখনও চলমান।
অথচ, এই প্রকল্পের নির্ধারিত সময়সীমা ছিল মাত্র ১৯ মাস। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, কাজের গতি খুবই ধীর। অধিকাংশ সময় কাজ বন্ধ থাকে। আর যখন কাজ হয়, তখন মাত্র ৪-৫ জন শ্রমিক দিয়ে কাজ করায় অগ্রগতি হয়নি বললেই চলে। ফলে সময়মতো কাজ শেষ হওয়া নিয়ে রয়েছে বড় অনিশ্চয়তা। সাদেক আলীসহ এলাকার সচেতন মহল মনে করেন, দায়িত্বপ্রাপ্তদের গাফিলতিই এ দীর্ঘসূত্রতার মূল কারণ।
তারা বলেন, ঠিকাদাররা প্রতি বছরই আশ্বাস দেয়, কিন্তু কাজের অগ্রগতি নেই বললেই চলে। তদারকির অভাব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার কারণেই আজ এই পরিস্থিতি। তাহিরপুর উপজেলা সদরে নির্মাণাধীন মডেল মসজিদের ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস বিল্ডার্সের প্রতিনিধি মহসিন আহমেদ জানান, ২০১৯ সালের ৩ এপ্রিল প্রকল্পটি শুরু হয়। নির্ধারিত সময় ছিল ১৮ মাস। তবে জায়গা নির্ধারণ, পুরাতন মসজিদ ভাঙা, পুকুর ভরাট, করোনা মহামারি, বন্যা এবং অর্থসংকটের কারণে প্রকৃতপক্ষে কাজ শুরু হয় ২০২০ সালে। বর্তমানে প্রায় ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। চলতি বছরের মধ্যেই কাজ শেষ করার আশা করছি।
তবে এলাকাবাসী বলছেন, এই গতিতে কাজ করলে আগামী ১০ বছরেও প্রকল্প শেষ হবে না।

জামায়াতে ইসলামী তাহিরপুর শাখার আমির রুকন উদ্দিন বলেন, সময়সীমা অনেক আগেই শেষ হয়েছে, কিন্তু এখনও কাজ চলছে। এটি অত্যন্ত দুঃখজনক।

ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জ উপ-পরিচালক মোশারফ হোসেন জানান, নির্ধারিত সময়ে মডেল মসজিদের কাজ শেষ না হওয়ায় আমরা সরকারের ঊর্ধ্বতন মহলকে একাধিকবার লিখিতভাবে জানিয়েছিলাম। আমাদের পক্ষ থেকে দ্রুত শেষ করার দাবি জানাই।

জেলা গণপূর্ত বিভাগের তথ্য অনুযায়ী, সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলায় ১২টি ও জেলা সদরে ১টি মসজিদসহ মোট ১৩টি মসজিদ নির্মিত হচ্ছে। প্রতিটির ব্যয় ধরা হয়েছে সাড়ে ১৫ কোটি টাকা করে, মোট ব্যয় দাঁড়ায় ২০১ কোটি ৫০ লাখ টাকা। প্রত্যেকটি মসজিদে থাকবে ইসলামিক ট্রেনিং সেন্টার, অটিজম সেন্টার, পুরুষ-মহিলাদের জন্য পৃথক ওজুখানা ও নামাজের জায়গা, কনফারেন্স ও গেস্ট রুম, শিশু শিক্ষা কেন্দ্র, বিদেশী পর্যটকদের জন্য আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা, লাইব্রেরি, গবেষণা ও দাওয়াহ কার্যক্রম, হিফজুল কোরআন, হজ প্রশিক্ষণ, ইমাম-মুয়াজ্জিনের আবাসন এবং ফুলের বাগানসহ আরও নানা আধুনিক সুবিধা।

এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান হিরা জানান, জেলায় ১২টি উপজেলায় ১২টি ও জেলা শহরে ১টি মোট ১৩টি মসজিদ নির্মাণে ২ শত ১ কোটি ৫০লাখ টাকা ব্যয়ে কাজ শুরু হয়। সুনামগঞ্জ সদর ও জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদ হস্তান্তর করা হয়েছে। ঠিকাদাররা কাজ দ্রুত না করায় বাতিল করে নতুন করে দায়িত্ব দেয়াসহ নানান কারণেই মডেল মসজিদ নির্মাণে দেরী হয়েছে। তবে এই পর্যন্ত কোনটিতে ৫০, কোনটিতে ৬০ পার্সেন্ট কাজ হয়েছে। সে হিসাবে ৬৫ পার্সেন্ট কাজ হয়েছে। আগামী অর্থ বছরেই কাজ শেষ হবে। সাধারণ মানুষের প্রত্যাশা, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই মসজিদগুলো দ্রুত নির্মাণ সম্পন্ন হলে ধর্মীয় ও সামাজিক চেতনায় নতুন মাত্রা যুক্ত হবে। তবে তার জন্য প্রয়োজন সংশ্লিষ্টদের সক্রিয় নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স