সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল মাদকসহ গ্রেফতারের পর জামিনে এসে প্রতিবাদকারীর বিরুদ্ধে মামলা! ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি : নাহিদ ইসলাম ভারতীয় সহকারী হাইকমিশনারের শুল্ক স্টেশন পরিদর্শন পথে যেতে যেতে : পথচারী হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার শুরু হচ্ছে চার লেন সড়ক নির্মাণকাজ নতুন আঙ্গিকে ‘হোটেল নূরানী’র শুভ উদ্বোধন জনগণের সেবার দায়িত্ব আন্তরিকভাবে পালন করতে হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার সম্ভব-অসম্ভবে ভোটের প্রস্তুতি শাপলা প্রতীক কেউ পাবে না: বিবিসি বাংলাকে সিইসি সুনামগঞ্জে এনসিপি’র নেতৃত্বে সাজাউর রাজা সুমন এনসিপি’র কমিটিতে নাম আসা হারুনুর রশিদ বললেন- “তিনি বিএনপি’র রাজনীতিতে যুক্ত” পাসপোর্ট ইস্যু বেড়েছে চার গুণ শহর যানজটমুক্ত করতে ১৬ জুলাই থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ : জেলা প্রশাসক একটি মাত্র সেতুর অভাবে দুর্ভোগে কয়েক হাজার মানুষ পাঁচ গুণিজনকে সম্মাননা প্রদান ‘রাজসাক্ষী’ হিসেবে শর্তসাপেক্ষে চৌধুরী মামুনকে ক্ষমা করা যেতে পারে : ট্রাইব্যুনাল ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি, স্পষ্ট হচ্ছে অদৃশ্য শত্রু : তারেক রহমান চার উপজেলায় এসিল্যান্ড নেই, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা শহরের খাল উদ্ধারে ফের শুরু হচ্ছে অভিযান

যারা ঘুষ খায়, তারা অমানুষ : দুদক কমিশনার হাফিজ আহসান ফরিদ

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০৮:৫৮:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০৯:০৩:১৫ পূর্বাহ্ন
যারা ঘুষ খায়, তারা অমানুষ : দুদক কমিশনার হাফিজ আহসান ফরিদ
তানভীর আহমেদ::
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ বলেছেন, দুর্নীতি শুধুমাত্র একটি ব্যাধি না, দুর্নীতি হচ্ছে শোষণের হাতিয়ার। এই হাতিয়ারের শিকার হচ্ছে সাধারণ মানুষ।
সোমবার (১৯ মে) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আয়োজনে এবং সুনামগঞ্জ জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানির আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন অন্য যেকোনো কমিশনের চেয়ে ভিন্ন। দেশের প্রতি এবং মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা অনেক বেশি। কমিশনার হিসেবে যদি কোনো শিথিলতা বা অনৈতিক কোনো কার্যক্রমে জড়িয়ে পড়ি, তাহলে সেটি হবে জুলাই বিপ্লবের অংশগ্রহণ করা ছেলে-মেয়েদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা। এটি কখনোই দেশবাসী গ্রহণ করবে না।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ আরও বলেন, দুর্নীতি প্রতিরোধে কমিশনের দৃঢ় প্রত্যয় আছে। প্রয়োজন দেশবাসীর সহযোগিতা। দেশবাসীর সহযোগিতা ছাড়া এই কমিশন সফলতার লক্ষ্যে পৌঁছতে পারবে না। আপনারা আমাদের সহযোগিতা করুন, আমরা চাই- এ দেশ দুর্নীতিমুক্ত হোক। তিনি বলেন, দুর্নীতি দেশটার কি পরিমাণ ক্ষতি করেছে সেটি ২০২৪-এ বোঝা গেছে। সব শেষ করে দিয়েছে। সব শোষণ করে নিয়ে গেছে। ব্যাংকগুলোকে অকার্যকর করা হয়েছে। দুদক কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ বলেন, আমরা সবাই বলি যে দেশ সিঙ্গাপুর, মালয়েশিয়া হবে। আমার প্রশ্ন হলো অন্য দেশ কেন বলে না যে তাদের দেশ বাংলাদেশ হবে। এই একটা কথা না বলার একটা মাত্র কারণ হলো দুর্নীতি। বাংলাদেশে গত ২৫ বছরে যে দুর্নীতি হয়েছে, তা না হলে পুরো বাংলাদেশকে ৫ মিলিমিটার সোনার পাত দিয়ে ঢেকে দেওয়া যেতো। কষ্ট করে ১০ লাখ টাকা জমা রাখলে যদি ব্যাংক দেউলিয়া হয় তাহলে গ্রাহককে এক লাখ টাকা ফেরত দেওয়ার আইন করা হয়েছে। এ ধরনের আইন করে শোষণের একটি সিস্টেম তৈরি করা হয়েছে। তিনি কাউকে ঘুষ না দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, যারা ঘুষ খায়, তারা অমানুষ। সে তার নিজের পরিবার, আত্মীয়-স্বজনকে অসম্মান করছে। ঘুষ দেবেন না, চিৎকার করুন, প্রতিবাদ করুন। ভিডিও করে রাখবেন, আমাদেরকে দিবেন। সবাই কথা বললে এই অবস্থার পরিবর্তন আসবে। এক সময় দুদকের আর দরকার হবে না।
তিনি আরও বলেন, আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এখানে জেলা প্রশাসক রয়েছেন, ১৮ মে ২০২৬ আমি আপনাদেরকে কল দিবো আপনারা সেদিন ঘোষণা দিবেন সুনামগঞ্জ দেশের প্রথম ঘুষ মুক্ত জেলা। একই সাথে রাস্তাঘাটে সবজায়গায় সাইনবোর্ড দেখতে চাই, সেখানে লেখা থাকবে ‘আপনারা ঘুষমুক্ত জেলা সুনামগঞ্জে প্রবেশ করছেন’।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও দুদকের উপসহকারী পরিচালক নিঝুম রায় প্রান্তের সঞ্চালনায় গণশুনানির আলোচনা পর্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, দুদকের সিলেট সমন্বিত কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাত, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত গণশুনানিতে মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল

লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল