পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি ৩০০ টাকা
- আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০১:১১:৪৮ অপরাহ্ন
- আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০১:১১:৪৮ অপরাহ্ন

সুনামকণ্ঠ ডেস্ক ::
ব্যাংকগুলো এখন থেকে পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি হিসেবে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত নিতে পারবে এবং এ পরিমাণের বেশি কোনো অতিরিক্ত পরিষেবা ফি বা চার্জ আদায় করা যাবে না। গত শনিবার বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে এসব কথা বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, লক্ষ্য করা যাচ্ছে তফসিলি ব্যাংকগুলো অনুমোদিত ডিলার শাখার মাধ্যমে বৈদেশিক মুদ্রা বিক্রির সময় অতিরিক্ত পরিষেবা ফি বা কমিশনসহ বিভিন্ন হারে পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি এবং চার্জ আদায় করছে। ফলে গ্রাহকদের ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা ক্রয় করতে নিরুৎসাহিত করেছে, বিষয়টি বিভিন্ন মাধ্যমে বাংলাদেশ ব্যাংককে জানানো হয়েছে। ফল স্বরূপ, তফসিলি ব্যাংকের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো, বৈধভাবে বৈদেশিক মুদ্রা ক্রয়কে উৎসাহিত করার প্রচেষ্টায় পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নির্ধারণ করেছে। ব্যাংক কো¤পানি আইন মোতাবেক বাংলাদেশ ব্যাংক এ সার্কুলার জারি করেছে এবং এটি জারির দিন থেকে কার্যকর হবে বলে জানিয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ