চেলা নদীতে ভেসে উঠলো নিখোঁজ শ্রমিকের লাশ
- আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ১২:৩০:১৯ অপরাহ্ন
- আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ১২:৩০:১৯ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনালী চেলা নদীতে নিখোঁজের দু’দিন পর বালু শ্রমিক রুবেল মিয়ার (২২) লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৮ মে) বিকেল ৪টা ২০ মিনিটে নদীর সারপিনপাড়া এলাকায় লাশ ভেসে উঠলে স্থানীয়রা দোয়ারাবাজার থানা পুলিশকে খবর দেন। পরে ছাতক নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক।
এর আগে, শুক্রবার (১৬ মে) ভোররাতে চেলা নদীতে বালু পরিবহনের জন্য স্টিলবডি নৌকায় কাজ করতে গিয়ে বজ্রপাতে নিখোঁজ হন রুবেল মিয়া। তিনি সিলেটের কো¤পানিগঞ্জ উপজেলার কাঁঠালবাড়ি এলাকার মৃত মাসুক মিয়ার পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে বালু উত্তোলনের সময় হঠাৎ বজ্রপাত হলে নৌকায় থাকা শ্রমিকদের মধ্যে দু’জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কো¤পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে রুবেল নিখোঁজ ছিলেন। শনিবার ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সারাদিন অভিযান চালিয়েও তার খোঁজ পায়নি। পরবর্তীতে রবিবার চেলা নদীতে নিহত শ্রমিকের লাশ ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ