বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু
- আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ১২:১২:৪২ অপরাহ্ন
- আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ১২:১২:৪২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সানি মিয়া (৩৫) নামের এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। রোববার (১৮ মে) সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ শহরের ২নং ওয়ার্ডের হাসপাতাল রোড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সানি মিয়া ২নং ওয়ার্ডের মৃত ফারুক মিয়ার ছেলে।
স্বজনদের বরাত দিয়ে জানা যায়, রোববার সকালে প্রতিদিনের মতো গ্যারেজ থেকে ইজিবাইক বের করতে গিয়ে তিনি দেখতে পান সেখানে বিদ্যুৎ নেই। পরে একটি বাঁশ নিয়ে ভবনের দ্বিতীয় তলার ছাদে উঠে সার্ভিস লাইনে আঘাত করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ