নভোএয়ারের ফ্লাইট ফের চালু ২১ মে থেকে

সুনামকণ্ঠ ডেস্ক ::
নভোএয়ার আগামী ২১ মে থেকে আবার অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু করছে। এছাড়া টিকিটের মূল্যে ১৫% ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। গত ২ মে থেকে নভোএয়ারের ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ ছিল।
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আগামী বুধবার থেকে ফ্লাইট পরিচালনা শুরু করছি। ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে আমাদের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ছিল। সাময়িক বিরতিকালে আমরা সম্মানিত যাত্রী ও শুভানুধ্যায়ীদের অভূতপূর্ব সমর্থন ও উৎসাহ পেয়েছি।
তিনি আরও বলেন, উন্নত যাত্রীসেবায় আমরা সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ এবং নিরাপদ ভ্রমণ সেবা প্রদানই আমাদের অগ্রাধিকার। আমরা সবাইকে আবার স্বাগত জানাতে প্রস্তুত। যাত্রীরা আজ থেকেই টিকিট ক্রয় করতে পারবেন নভোএয়ারের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, নভোএয়ার সেলস অফিস অথবা কাছের ট্রাভেল এজেন্টের মাধ্যমে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ