সুনামগঞ্জ , শুক্রবার, ১৬ মে ২০২৫ , ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাঙ্গুয়ার হাওর সংরক্ষণে ৪.০৫ মিলিয়ন ডলারের প্রকল্প যাদের বুকে আল্লাহর ভয় আছে তাদেরকে ক্ষমতায় বসানোর আহ্বান পবিত্র ঈদুল আজহা উদযাপনে প্রস্তুতিমূলক সভা দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন দেখতে চায় : কয়ছর এম আহমদ রক্ষা পেল চাষীদের কষ্টার্জিত ফসল নির্বাচন নিয়ে টালবাহানা জনগণ মেনে নিবে না : কয়ছর এম আহমেদ জামিন মিলেনি, ৬ আওয়ামী লীগ নেতা কারাগারে সংকট মোকাবিলায় প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ জেলায় কোরবানির জন্য প্রস্তুত ৫৪,৮৫৪ পশু বগুড়ায় উদীচীর জাতীয় সংগীত পরিবেশনের অনুষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭ আ.লীগ নেতার বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অপসারণের দাবি আট ইউপি সদস্যের সদর হাসপাতাল সংলগ্ন সড়ক অবৈধ স্থাপনা উচ্ছেদ, দখলমুক্ত হল ফুটপাত কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টার মামলায় সাক্ষ্য দিলেন আরও ৭ জন এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ, দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু বরাদ্দের ৩ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান কৃষকদের সাথে আনন্দ ভাগাভাগি করলেন জেলা প্রশাসক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে সকলের সহযোগিতা চাই : জেলা প্রশাসক সিলেট প্রদেশ বাস্তবায়নের দাবিতে জনসভা

কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও ক্রয়-বিক্রয় নিশ্চিতকরণে মতবিনিময়

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০১:১৬:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০১:১৬:২০ পূর্বাহ্ন
কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও ক্রয়-বিক্রয় নিশ্চিতকরণে মতবিনিময়
স্টাফ রিপোর্টার :: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জে কোরবানির পশুর চামড়া ছাড়ানো, সংরক্ষণ, পরিবেশসম্মতভাবে বর্জ্য অপসারণ এবং সরকার নির্ধারিত মূল্যে চামড়া ক্রয়-বিক্রয় নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার (১৫ মে) বেলা ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম। সভায় স্থানীয় চামড়া ব্যবসায়ী, কসাই, পরিবেশ কর্মী, সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় কোরবানির পশুর চামড়া সঠিকভাবে ছাড়ানো ও সংরক্ষণের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চামড়ার গুণগত মান বজায় রাখতে এবং তা নষ্ট হওয়া থেকে রক্ষা করতে সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়। এছাড়া ঈদের পরবর্তী এক সপ্তাহ জেলার বাইরে কোনো চামড়া পাঠানো যাবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসাথে, কোরবানির পর পশুর বর্জ্য পরিবেশসম্মত উপায়ে অপসারণের গুরুত্ব তুলে ধরা হয় এবং এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়। সভায় অংশগ্রহণকারী চামড়া ব্যবসায়ীরা চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াকরণে তাদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা সরকার নির্ধারিত মূল্য বাস্তবায়নে এবং চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা প্রাণিস¤পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন, বিসিকের উপ-ব্যবস্থাপক এম এন এম আসিফ, জেলা সমবায় অফিসের উপ সহকারী নিবন্ধক মোহাম্মদ মাসুদ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক সুনামকন্ঠের স¤পাদকম-লীর সভাপতি মো. জিয়াউল হক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নাসরিন আক্তার, সহকারী কমিশনার সাকিবুর রহমান প্রমুখ। সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন বলেন, কোরবানির পশুর চামড়া একটি মূল্যবান স¤পদ। এর সঠিক ব্যবস্থাপনা একদিকে যেমন পরিবেশ সুরক্ষায় সহায়ক হবে, তেমনি অন্যদিকে অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি আরও বলেন, সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে চামড়া ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর এবং এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। জেলা প্রশাসন নিয়মিতভাবে বাজার মনিটরিং করবে এবং চামড়া ক্রয়-বিক্রয়ে কোনো ধরনের কারসাজি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও, চামড়া ছাড়ানো ও বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রচার কার্যক্রম চালানো হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
টাঙ্গুয়ার হাওর সংরক্ষণে ৪.০৫ মিলিয়ন ডলারের প্রকল্প

টাঙ্গুয়ার হাওর সংরক্ষণে ৪.০৫ মিলিয়ন ডলারের প্রকল্প