সুনামগঞ্জ , বুধবার, ১৪ মে ২০২৫ , ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অপসারণের দাবি আট ইউপি সদস্যের সদর হাসপাতাল সংলগ্ন সড়ক অবৈধ স্থাপনা উচ্ছেদ, দখলমুক্ত হল ফুটপাত কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টার মামলায় সাক্ষ্য দিলেন আরও ৭ জন এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ, দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু বরাদ্দের ৩ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান কৃষকদের সাথে আনন্দ ভাগাভাগি করলেন জেলা প্রশাসক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে সকলের সহযোগিতা চাই : জেলা প্রশাসক সিলেট প্রদেশ বাস্তবায়নের দাবিতে জনসভা প্রায় ৫ লাখ টাকার ভারতীয় মদ জব্দ আ.লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার : উপদেষ্টা আসিফ পথে যেতে যেতে : পথচারী সম্মিলিত প্রচেষ্টায় স্বপ্নের সুনামগঞ্জ গড়তে চাই - জেলা প্রশাসক সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ভারত পূর্ব নির্ধারিত স্থানে সুবিপ্রবি দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ছাতক-দোয়ারাবাজারে লিচুর বাম্পার ফলন, চাষীদের মুখে হাসি জেলা জামায়াতের লিডারশীপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত সুনামগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ সেলিনা হায়াৎ আইভী কারাগারে ধানের পর খড়ের জন্য কৃষকের ব্যস্ততা সংগ্রহ হবে আড়াইশ কোটি টাকার গো-খাদ্য
মধ্যনগর ইউনিয়ন পরিষদ

ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অপসারণের দাবি আট ইউপি সদস্যের

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ১২:৩০:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ১২:৩২:২২ পূর্বাহ্ন
ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অপসারণের দাবি আট ইউপি সদস্যের
মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার মধ্যনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুছ ছাত্তারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে তাঁকে অপসারণের দাবি জানিয়ে ইউএনওর কাছে সোমবার বিকেলে ওই ইউনিয়নের আটজন ইউপি সদস্য স্বাক্ষরিত রেজুলেশনের কপি জমা দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, গত বছরের ৩ সেপ্টেম্বর উপজেলার মধ্যনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিন মাসের জন্য ছুটিতে চলে যান। একইদিনে ইউনিয়ন পরিষদের ১০জন ইউপি সদস্য সভা করে ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুছ ছাত্তারকে প্যানেল চেয়ারম্যান ১ ও ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান তালুকদারকে প্যানেল চেয়ারম্যান ২ মনোনীত করেন। চলতি বছরের ২০ জানুয়ারি থেকে মো. আব্দুছ ছাত্তার ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হিসেব মধ্যনগর ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করে আসছেন। আট জন ইউপি সদস্যের স্বাক্ষরিত রেজুলেশনে উল্লেখ করা হয়েছে ,ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. আব্দুছ ছাত্তার নিয়মিত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসেন না, তিনি ইউপি সদস্যদের সঙ্গে কোনোরকম আলাপ-আলোচনা না করেই বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে একক সিদ্ধান্ত নেন, বিভিন্ন প্রকল্প থেকে অনৈতিকভাবে টাকা উত্তোলন করেন, স্বজনপ্রীতিসহ ইউপি সদস্যদেরকে নানাভাবে তিনি অবমূল্যায়ন করে আসছেন। ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নিয়মিত ইউনিয়ন পরিষদে না আসায় নাগরিক সেবা বিঘ্নিত হওয়ার পাশাপাশি ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কার্যক্রম বিঘিœত হচ্ছে। এ অবস্থায় ওই ইউনিয়নের আট জন ইউপি সদস্য সভা করে রেজুলেশনের মাধ্যমে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হিসেবে ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান তালুকদারকে মধ্যনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. আব্দুছ ছাত্তার তাঁর বিরুদ্ধে আনা অভিযোগুলো অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। মধ্যনগর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান তালুকদার বলেন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুছ ছাত্তারের বিরুদ্ধে নানা অনিয়ম তুলে ধরে তাঁকে এই দায়িত্ব থেকে অপসারণের জন্য আমরা আটজন ইউপি সদস্য লিখিতভাবে সিদ্ধান্ত নিয়েছি। সভার রেজুলেশনে আমাকে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পারন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মধ্যনগর উপজেলার ইউএনও উজ্জ্বল রায় জানান, এ সংক্রান্ত রেজুলেশনের কপি তিনি পেয়েছেন। বিধি মোতাবেক ব্যবস্থা নেবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরাদ্দের ৩ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান

বরাদ্দের ৩ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান