নদী ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিন
- আপলোড সময় : ১১-০৫-২০২৫ ১২:২১:০০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-০৫-২০২৫ ১২:২১:০০ পূর্বাহ্ন

সুরমা নদীর ভাঙনে প্রতিনিয়ত বসতভিটা, কৃষিজমি ও শত শত মানুষের স্বপ্ন বিলীন হয়ে যাচ্ছে। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মাছিমপুর গ্রামের পূর্ব ও পশ্চিম পাড়ার বাসিন্দাদের দুর্ভোগ এখন চরমে। ষাটোর্ধ্ব মোজাহিদ মিয়া ও সত্তরোর্ধ্ব দুলাল মিয়ার জীবনকাহিনী যেন পুরো গ্রামের বাস্তবতা তুলে ধরে- নদী গিলে নিচ্ছে তাদের পুরোনো স্মৃতি, বাস্তবতা আর জীবনের নিরাপত্তা।
নদী ভাঙন বাংলাদেশের একটি দীর্ঘদিনের সমস্যা হলেও অনেক স্থানে এখনো এর কার্যকর সমাধান আসেনি। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, শত কোটি টাকার নদী ভাঙন প্রতিরোধ প্রকল্প থেকেও মাছিমপুর গ্রামকে বঞ্চিত রাখা হয়েছে রাজনৈতিক বিবেচনায় - এটি যদি সত্য হয়, তবে তা অত্যন্ত নিন্দনীয় ও দুর্ভাগ্যজনক। নদী ভাঙন কোনো দলীয় বা গোষ্ঠীগত সমস্যা নয়; এটি একটি মানবিক, সামাজিক এবং পরিবেশগত সংকট।
প্রশাসনের দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যদের পক্ষ থেকে একাধিকবার পানি উন্নয়ন বোর্ডে আবেদন করা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে রিপোর্ট পাঠানোর কথা বলা হলেও, সেটি যেন আরেকটি ‘দায়সারা আশ্বাসে’ পরিণত না হয়।
আমরা দাবি জানাই: পশ্চিম ও পূর্ব মাছিমপুরকে অগ্রাধিকার দিয়ে নদী ভাঙন রোধে স্থায়ী প্রকল্প গ্রহণ করতে হবে। বিগত প্রকল্পে বাদ পড়ার কারণ খতিয়ে দেখা এবং দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য জরুরি পুনর্বাসন ও সহায়তা কার্যক্রম শুরু করতে হবে। ভবিষ্যতের জন্য টেকসই নদী ব্যবস্থাপনা ও পরিকল্পিত বাঁধ নির্মাণ নিশ্চিত করতে হবে।
যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে শুধু মাছিমপুর নয়, সুরমার পাড়ঘেঁষা বহু জনপদ একদিন মানচিত্র থেকে মুছে যাবে। সময় আছে, কিন্তু তা দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তাই নদী ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ