সাবেক এমপি শামীমা শাহরিয়ার গ্রেপ্তার
- আপলোড সময় : ১০-০৫-২০২৫ ১১:২২:৫২ অপরাহ্ন
- আপডেট সময় : ১০-০৫-২০২৫ ১১:২২:৫২ অপরাহ্ন

সুনামকণ্ঠ ডেস্ক ::
কৃষকলীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শামীমা শাহরিয়ার এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব (এপিএস) আশরাফ সিদ্দিকী বিটুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার বিকালে রাজধানীর জিগাতলা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তারের তথ্য এক বার্তায় জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তবে তাদের গ্রেপ্তারের স্থান এবং সুনির্দিষ্ট কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাৎক্ষণিকভাবে জানাননি তিনি।
গণআন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার। এরপর একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও সংসদ সদস্যরা। তাদের বিরুদ্ধে গণআন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকারের চালানো দমন পীড়ন এবং হত্যার অভিযোগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মামলা করা হয়েছে।
শামীমা আক্তার খানম শামীমা শাহরিয়ার নামে বেশি পরিচিত। তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২১ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ছিলেন। কৃষক লীগের কেন্দ্রীয় মানবস¤পদ বিষয়ক স¤পাদক হিসেবে দায়িত্ব পালন করা শামীমা জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।
অপরদিকে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনে (সিআরআই) পরিচালক থাকাকালীন ২০১৭ সালের ২৪ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস হিসেবে দায়িত্ব পেয়েছিলেন বিটু। পরে মেয়াদ শেষে চুক্তি বাড়িয়ে আরও এক বছরের জন্য তাকে ওই পদে নিয়োগ দিয়েছিল তৎকালীন সরকার।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ