ঢাকা , রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাঘববোয়ালদের ধরতে সরকার কঠোর উদ্যোগ নিচ্ছে : অর্থ উপদেষ্টা মাদ্রাসার টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২০, আহত অর্ধশত সীমান্তে পিঠ দেখাবেন না : বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বচ্ছ ভাবমূর্তি গড়ার চেষ্টায় বিএনপি আওয়ামী লীগের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন নিয়ে গুজব খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রস্তুতি শুরু দোয়ারাবাজার উপজেলা পরিষদ : সিও শফিকুর রহমানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ মুক্তিযুদ্ধ ও জাতীয় সংগীতকে কটাক্ষের প্রতিবাদে ৪৮ নাগরিকের বিবৃতি ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা হলে মানুষের দুঃখ-দুর্দশা থাকবে না” মানববন্ধনের পর শাহপরাণ মাজারে গান-বাজনা নিষিদ্ধ ঘোষণা ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪০৩ সালিশে বিরোধ নিস্পত্তি, অতঃপর প্রতিপক্ষের ওপর হামলা দোয়ারাবাজারে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা উঠে গেল যাদুকাটা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৮টি শেভ মেশিন, ৪টি বাল্কহেড জব্দ শান্তিগঞ্জে ইউপি সদস্যের মৃত্যু : পরিকল্পিত হত্যা বলছে পরিবার সমমনা দলের সঙ্গে বিএনপির বৈঠক, ৩১ দফা বাস্তবায়নে তৃণমূলে যাওয়ার সিদ্ধান্ত বীর মুক্তিযোদ্ধা সৈয়দুর ভাইকে নিয়ে স্মৃতিচারণ গাজী টায়ার্স কারখানায় আবারও আগুন-লুটপাট কুরবাননগরে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

শ্রেণিকক্ষে শিক্ষিকা লাঞ্ছিতের প্রতিবাদে অবস্থান কর্মসূচি:দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

  • আপলোড সময় : ০১-০৯-২০২৪ ১০:০৬:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৪ ১০:০৬:২২ পূর্বাহ্ন
শ্রেণিকক্ষে শিক্ষিকা লাঞ্ছিতের প্রতিবাদে অবস্থান কর্মসূচি:দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষিকাকে লাঞ্ছিতের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষকরা। তারা অভিযুক্ত লায়েক খানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন প্রশাসনকে। শনিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এতে অন্যান্য শ্রেণিপেশার মানুষজনও অংশ নেন। গত ২৯ আগস্ট বৃহস্পতিবার উপজেলার মিরপুর ইউনিয়নের আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানকালে শিক্ষিকা ভাষা রায়কে আটঘর গ্রামের লায়েক খান শ্রেণিকক্ষে ঢুকে চুলের মুঠি ধরে মারপিট করেন। পরে অন্য শিক্ষকরা ভাষা রায়ের আর্তচিৎকারে এগিয়ে এসে তাঁকে রক্ষা করেন। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা হামলাকারী লায়েক খানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন। এদিকে শিক্ষিকার সঙ্গে ন্যাক্কারজনক এ ঘটনাটি ধামাচাপা দিতে নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষকরা। এ ঘটনায় উপজেলায় প্রাথমিক শিক্ষক পরিবারে ক্ষোভ বিরাজ করছে। জগন্নাথপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি আতাহার উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিনের পরিচালনায় অবস্থান কর্মসূচিতে উপজেলার প্রাথমিক পরিবারের সর্বস্তরের শিক্ষকরা অংশ নেন। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কমিটির শিক্ষক প্রতিনিধি রূপক কান্তি দে, শিক্ষক রজত কান্তি দাস, গোপাল চন্দ্র দাস, আলমগীর হোসেন, সালেহা পারভীন, শাহজাহান সিরাজ, নুরুল হক, পুষ্পিতা রানী তালুকদার, ভুক্তভোগী শিক্ষিকা ভাষা রায় ও তাঁর স্বামী জয় চৌধুরী প্রমুখ। ভুক্তভোগী শিক্ষিকা ভাষা রায় বলেন, বিদ্যালয়ের চারপাশে পানি থাকায় বিদ্যালয়ে ভর্তিবিহীন এক শিশুকে স্কুলের দপ্তরি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই শিশুর বাবা লায়েক খান আমার ওপর অতর্কিত হামলা করেন। আমি এর বিচার চাই। বিচারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে লিখিত অভিযোগ দিয়েছি। উপজেলা শিক্ষা কমিটির শিক্ষক প্রতিনিধি রূপক কান্তি দে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি হামলাকারীকে গ্রেফতার না করা হয়; তাহলে শ্রেণি পাঠদান বন্ধ রাখা হবে। অবস্থান কর্মসূচিতে উপস্থিত সকল শিক্ষকদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
মাদ্রাসার টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২০, আহত অর্ধশত

মাদ্রাসার টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২০, আহত অর্ধশত