সুনামগঞ্জ , শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরের সমস্যা সমাধানে স্থায়ী উদ্যোগ নেয়া হবে : যুগ্ম সচিব আব্দুল্লাহ আল আরিফ আ.লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপি’র সদস্য হতে বাধা নেই : রিজভী দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ বিশ্বম্ভরপুর ইউএনও’র পদত্যাগ দাবিতে লংমার্চ হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে রেখে পালিয়ে গেল স্বামী চলতি মাসে ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ২৩টি মিটিং করেছে : হাসনাত আব্দুল্লাহ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ : স্বরাষ্ট্র উপদেষ্টা জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ বিষয়ে সভা অনুষ্ঠিত গোলা ভরে ধান তুলে স্বস্তিতে কৃষক সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ভারত ও পাকিস্তান অত্যন্ত বিনয়ী মানুষ ছিল মুবিন শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১১দফা দাবিতে স্মারকলিপি নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের শুনানি ১৩ মে ঈদে টানা ১০ দিন ছুটির প্রজ্ঞাপন জারি, বেসরকারি অফিসও বন্ধ দেশে ফিরলেন খালেদা জিয়া, বিএনপি দেখাল শক্তি-সমর্থন জুবাইদার ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান জামালগঞ্জ-জয়নগর সড়ক এক যুগেও সংস্কার হয়নি : দুর্ভোগে লাখো মানুষ মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে প্রতিবেশী খুন এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ : দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার শুরু

বিশ্বম্ভরপুর ইউএনও’র পদত্যাগ দাবিতে লংমার্চ

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৫ ০১:৪৪:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৫ ০১:৪৪:৪৪ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুর ইউএনও’র পদত্যাগ দাবিতে লংমার্চ
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পদত্যাগসহ ৩ দফা দাবিতে ‘বিশ্বম্ভরপুর উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে লংমার্চ অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার সকাল ১০টা উপজেলার চালবন্দ পয়েন্ট থেকে লংমার্চ শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে জমায়েত হয়ে আন্দোলনকারীরা বিক্ষোভ করেন। ঘণ্টাব্যাপী কর্মসূচির এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এসময় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমানের অপসারণ এবং দুর্নীতি-অনিয়মের বিচার, এছাড়া চলতি মাসের ৪ তারিখ শান্তিপূর্ণ মানববন্ধনে হামলায় জড়িতদের আইনের আওতায় আনা, উপজেলার পর্যটন ও উন্নয়ন ধ্বংসের জন্য ইএনও’র দায়বদ্ধতা তুলে ধরার দাবি জানান। অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক ইমন দ্দোজা, ছাত্রনেতা উসমান গণি, শফিকুল ইসলাম জনি, ইয়াসীন আরাফাত, শাহীন আহমদ, হাবিবুর রহামান, মঞ্জুর আলী, ওয়াদুদ প্রমুখ। কর্মসূচি চলাকালে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে আলোচনায় বসেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রেজাউল করিম। এ সময় আন্দোলনকারীরা তাদের পক্ষ থেকে উপজেলা নির্বাহীর পদত্যাগসহ তিন দফা দাবি তুলে ধরেন। আলোচনা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক মো. রেজাউল করিম আন্দোলনকারীদের উদ্দেশে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমানকে দশ কর্মদিবসের মধ্যে প্রত্যাহার করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ছাত্রজনতার উপর হামলাকারীদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলাবাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ, সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রাণী মোদক। এদিকে প্রশাসনের আশ্বাসে অবস্থান কর্মসূচি তুলে নেন আন্দোলনকারীরা। সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমনদ্দোজা বলেন, আমরা প্রথম থেকেই একটি যৌক্তিক দাবি নিয়ে আসছিলাম। আমরা যখন শন্তিপূর্ণভাবে রাস্তায় দাড়াই তখন সাংবাদিক ভাইদের সামনে আমাদের উপর ইউএনও’র লাঠিয়াল বাহিনী হামলা করে আমার ভাইদেরকে রক্তাক্ত করে। তারা সংবাদ সম্মেলন করে বলেছে, আমরা নাকি আয়ামী লীগ দোসরদের সাথে আঁতাত করেছি। তিনি বলেন, কারা আওয়ামী লীগ দোসরদের আঁতাত করেছে, কারা নতুন দোসর তৈরি করছে তা আচার-ব্যবহার দেখেই বুঝা যাচ্ছে। এক বাহিনী গেছে আরেক বাহিনী জায়গা দখল করতে চলে আসছে। আমরা চাই একটি নতুন বাংলাদেশ, যেখানে আমরা আমাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরতে পারবো এবং যথার্থ আইন মেনে আমাদের দাবিগুলো আদায় করতে পারব। আমরা কোন অযৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নামিনি, আমাদের ভাইদের উপর নির্মম হামলার পরেও আমাদের মামলাটি এখন পর্যন্ত রুজু হয়নি। আমরা এদেশে এখনো কি নিরাপদ আছি? এখনো মনে হচ্ছে আওয়ামী লীগ দোসররা ঘাপটি মেরে বসে আছে। বিশ্বম্ভরপুরের ইউএনও উপজেলার সবচেয়ে বড় আওয়ামী লীগের দোসর। আন্দোলনকারী জনি আহমদ বলেন, আমরা একটি যৌক্তিক আন্দোলনের নেমে ছিলাম। কিন্তু ইউএনও তার গুন্ডাবাহিনী দিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়, এতে আমাদের অনেকে আহত হয়েছেন। প্রশাসন একবারের জন্যও কোন খোঁজ-খবর নেয় নাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ