পাচারকালে ৪৬ কেজি ইলিশ জব্দ
- আপলোড সময় : ০১-০৯-২০২৪ ১০:০২:০৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-০৯-২০২৪ ১০:০২:০৪ পূর্বাহ্ন
 
                                  
                     
                            
                               স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর সীমান্তে ৪৬ কেজি ৫শত গ্রাম ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি। শনিবার বিকেলে লাউড়েরগড় ক্যা¤েপর টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শাহিদাবাদ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মাছগুলো জব্দ করে।
বিজিবি জানায়, লাউড়েরগড়ের শাহিদাবাদ এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারতে ইলিশ মাছ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এমন সংবাদ পেয়ে লাউড়েরগড় বিজিবি ক্যা¤প কমান্ডার মুহিদুর রহমানের নেতৃত্ব বিজিবি সদস্যরা অভিযান চালান। এসময় চোরাকারবারিরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুটি কার্টনভর্তি ইলিশ মাছ রেখে পালিয়ে যায়।
লাউড়েরগড় বিজিবি ক্যা¤প কমান্ডার মুহিদুর রহমান জানান, পাচারকালে ইলিশ মাছ জব্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় কোনো অনিয়ম সহ্য করা হবে না। চোরাচালান প্রতিরোধ আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
                           
                           
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
                            
                       
     কমেন্ট বক্স 
                            
 
                          
                       
                        
                                      সর্বশেষ সংবাদ
                                
                                 
 
 
  স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ
 স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ  
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                     
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                