ভারত থেকে পুশইনের চেষ্টা করা ঠিক হচ্ছে না : খলিলুর রহমান
- আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০১:২৬:৫০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ০১:২৬:৫০ পূর্বাহ্ন

সুনামকণ্ঠ ডেস্ক ::
দিল্লি ও ইসলামাবাদের উত্তেজনার মাঝে ভারত থেকে বাংলাদেশে কিছু ব্যক্তিকে পুশইনের চেষ্টা করা হয়েছে। এ ধরনের পুশইন করাটা ঠিক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বুধবার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, এ খবরগুলো আমরাও পাচ্ছি। আমরা প্রতিটি কেস আলাদা আলাদা করে নিরীক্ষণ করছি। আমাদের সিদ্ধান্ত হচ্ছে- কেবল আমাদের দেশের নাগরিক যদি কেউ থাকে এবং সেটি প্রমাণিত হয়, তবে তাদের আমরা গ্রহণ করবো। এটি আনুষ্ঠানিক চ্যানেলে করতে হবে। এভাবে পুশইন করাটা সঠিক নয়।
দিল্লিকে এ বিষয়ে জানানো হয়েছে কিনা জানতে চাইলে খলিলুর বলেন, আমরা ইতোমধ্যে ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্ট করেছি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ