স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বাঁশকার হাওরে ঘটনাটি ঘটে। মৃত জাকির হোসেন (৩৫) উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম লক্ষীপুর গ্রামের মালিক উস্তারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জাকির হোসেন বাঁশকার হাওরে তার নিজের বোরো জমিতে ধান কাটতে যান। হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে বজ্রপাতে আক্রান্ত হয়ে জমিতেই মারা যায় জাকির হোসেন। পরে খবর পেয়ে আশপাশের লোকজন লাশ উদ্ধার করে নিহতের বাড়িতে নিয়ে আসে।
এ ব্যপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করে বলেন, বাঁশকার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাত পতিত হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের। লাশ হাওর থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জামালগঞ্জে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ০৩:৫৩:২৫ অপরাহ্ন
- আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০৩:৫৪:৩৯ অপরাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ