যাদুকাটায় পুলিশের অভিযানে ৬ নৌকাসহ গ্রেফতার ৪
- আপলোড সময় : ০১-০৯-২০২৪ ০৮:৫৮:০৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-০৯-২০২৪ ০৮:৫৮:০৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরের যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে ৬ নৌকাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তাহিরপুর থানার এসআই পলাশ চন্দ্র দাশ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৭৫০ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু ও ৬টি নৌকাসহ ৪ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন বিশ্বম্ভরপুর থানার সিরাজপুর গ্রামের সুমন আহমদ (১৯), উমরপুর গ্রামের মো. সাগর মিয়া (২০), সিরাজপুর (পূর্বপাড়া) গ্রামের নজির হোসেন (১৯) এবং শ্রীধরপুর গ্রামের পান্ডব বিশ্বাস (২৫)।
পুলিশ জানায়, গত শুক্রবার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানাধীন ঘাগটিয়া আদর্শ গ্রাম সংলগ্ন যাদুকাটা নদীর পশ্চিম পাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে অবৈধভাবে উত্তোলিত ৭৫০ ঘনফুট বালুভর্তি ৬টি স্টিলবডি নৌকা (বাল্ক হেড) জব্দ করা হয়। বাল্ক হেডসহ জব্দকৃত বালুর আনুমানিক মূল্য ২১ লক্ষ ৭ হাজার ৫০০ টাকা। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ অজ্ঞাতনামা পলাতক আসামিদের বিরুদ্ধে তাহিরপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ