সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ , ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধোপাজানে অবৈধভাবে ১৪ দিনে ২৪ কোটি টাকার সিলিকা বালু লুট জুলাই আন্দোলনের পর সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা নিয়েছেন আমলারা : হাসনাত আবদুল্লাহ সড়ক দুর্ঘটনা রোধে পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন ধর্মপাশায় সড়ক পুনঃনির্মাণের দাবিতে অবরোধ যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গণভোটে কী হবে? কলেজে টিকটক-লাইকির ভিডিও ধারণ নিষিদ্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি সুনামগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযান: ৫ যানবাহনকে জরিমানা, জব্দ ৭ হাইড্রোলিক হর্ণ দোয়ারাবাজারে স্কুলছাত্রীকে হত্যার চেষ্টা, বখাটের শাস্তির দাবিতে মানববন্ধন ৭০ হাজার টাকা দিয়ে মীমাংসার চেষ্টা, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ১০ লাখ টাকার চেক ফেরত দিয়েছি, কর্মীর ভালোবাসা গ্রহণ করেছি : কামরুজ্জামান কামরুল শহরে অনুমোদনবিহীন পোস্টার-ব্যানার অপসারণের নির্দেশ ধোপাজান খুবলে খাচ্ছে ‘লিমপিড ইঞ্জিনিয়ারিং’ সেতুর অভাবে ভোগান্তিতে ৫ লাখ মানুষ নির্বাচনে সব দলকে অংশ নেয়ার আহ্বান বিএনপি মহাসচিবের দরিদ্র মানুষের বিচারপ্রাপ্তির আশ্রয়স্থল গ্রাম আদালত : অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান যারা পিআর পদ্ধতির দাবি করে, তারা গণতন্ত্রে বিশ্বাসী নয় : কলিম উদ্দিন আহমেদ মিলন প্রাচীন বাংলার হাবেলি দুর্গ ও রাজবাড়ি দখল হচ্ছে প্রতিদিন ফুটপাতে ‘উচ্ছেদ-দখল’ খেলা ‘মর্যাদাপূর্ণ’ সিলেট-১ আসনে কার হাতে উঠবে ধানের শীষ?

দ্রুত জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে : মির্জা ফখরুল

  • আপলোড সময় : ০১-০৯-২০২৪ ০৮:৫৩:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৪ ০৮:৫৩:১৪ পূর্বাহ্ন
দ্রুত জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে : মির্জা ফখরুল
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন সরকারের মাত্র ২০-২২ দিন বয়স হয়েছে। তাদের আমাদের সময় দিতে হবে। গুছিয়ে যেন একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেন। আগেভাগে বেশি কথা বলা ঠিক হবে না। সব রাজনৈতিক দল মিলে সেই আলোচনা করতে গিয়েছিলাম। আমরা বলেছি, আলোচনা করে বসে সবাই যা চায় সেভাবে একটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। কিন্তু দ্রুততার সঙ্গে জনগণের যে দাবি, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে। জনগণের সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে হবে। শনিবার (৩১ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিন আরও বলে, আজ বক্তৃতা দিতে আসিনি। বন্যার্তদের পাশে দাঁড়াতে এসেছি। তারপরও বলতে চাই দীর্ঘ ১৫-১৬ বছর হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। আপনাদের এখানে খুব কম লোক আছে, যার বিরুদ্ধে মামলা হয়নি। আপনারা কোর্টে যেতে যেতে অস্থির হয়েছেন। আজ সেই অস্থিরতার অবসান হয়েছে। এই অবসান আমাদের ধরে রাখতে হবে। যদি আমরা একটা ভালো নির্বাচন করতে পারি, সেই নির্বাচনে জনগণের প্রতিনিধি নিয়ে আসতে পারি, তাহলে সমস্যার সমাধান হবে। তিনি বলেন, একটি কথা মনে রাখতে হবে, আজ ছাত্র জনতার যে বিজয় এটা নস্যাৎ করার জন্য একটা মহল তৎপর। বিভিন্ন রকম অপকর্ম করছে। পত্র-পত্রিকায় বিএনপির ভাবমূর্তি ক্ষুণœ হওয়ার মতো খবর প্রকাশ হচ্ছে। কোনো চাঁদাবাজের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই। এই কাজ থেকে সবাই বিরত থাকবেন। যদি কাউকে দেখেন, চাঁদাবাজি করছে বা দখলদারিত্ব করছে তাকে ধরে পুলিশে দেবেন। এ ব্যাপারে আমাদের কোনো রকমের সুপারিশ থাকবে না। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক স¤পাদক অধ্যাপক সেলিম ভূইয়া, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক স¤পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিন উর রশিদ ইয়াছিনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স