শান্তিগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে অর্থদন্ড
- আপলোড সময় : ০১-০৯-২০২৪ ১২:৪৪:০৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-০৯-২০২৪ ১২:৪৪:০৩ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের নিয়ে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় পাগলাবাজারের বিভিন্ন দোকান তদারকি করে তিন প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করেন সুনামগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন। অভিযান পরিচালনাকালে পাগলা বাজারের আদনান এন্টারপ্রাইজকে ৬ হাজার, মারজান স্টোরকে ৩ হাজার ও সৈকত মেডিক্যালকে ২ হাজার টাকা অর্থদ- দেয়া হয়।
তদারকিকালে ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা সাঁটানো ও নিয়মিত হালনাগাদ করা এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়। এছাড়া সরকার নির্ধারিত মূল্যে ভোগ্যপণ্য বিক্রি করতে ব্যবসায়ীদের নির্দেশনা দেন তিনি। অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের একটি টিম সহযোগিতা করে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ