সুনামকণ্ঠ ডেস্ক ::
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, শুক্রবার সকালে (২ মে) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, সোনালীচেলা, সংগ্রাম, প্রতাপপুর, তামাবিল, কালাসাদেক, সোনারহাট, লবিয়া এবং শ্রীপুর বিওপি কর্তৃক অভিযান চালায়। এসময় বিপুল পরিমানে ভারতীয় শাড়ী, কম্বল, মহিষ, কিটক্যাট চকলেট, ফুচকা, মদ এবং বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৫৩ লাখ ৬৭ হাজার ১শ টাকা।
এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ
- আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ১২:২৫:৩২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ১২:৪৮:৪১ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ