সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ মহান মে দিবস সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্ক: দশ বছরে মৃত্যু দেড় শতাধিক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে : প্রধান উপদেষ্টা সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন শেখ রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ চিন্ময় ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, ফের শুনানি ৪ মে উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ ভারতীয় মদসহ পিতা-পুত্র গ্রেপ্তার শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নিরাপদ খাদ্য বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ছয় দাবিতে সব পলিটেকনিক ‘কমপ্লিট শাটডাউন’ মানবিক করিডোর’ নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রেস সচিব নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সরেজমিন খরচার ও দেখার হাওর, ইবার ফসল বালা অইছে জাতীয়তাবাদী নবীন দলের আহ্বায়ক কমিটি গঠন অধ্যাপক আজহারুল ইসলাম ছিলেন একজন আদর্শ মানুষ নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ১০:৪৬:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ১০:৪৬:৩২ অপরাহ্ন
সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন
সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জকে যুক্ত করে প্রদেশ গঠনের দাবি সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জকে যুক্ত করে প্রদেশ গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদ। বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টায় সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়ক তারেক চৌধুরী। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাষা সৈনিক অধ্যক্ষ মো. মাসউদ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট মাওলানা আব্দুর রকিব। সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের অন্যতম সমন্বয়ক এম মহিউদ্দিন মাস্টারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশিদ মসরুর, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবির খান, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, রোটারিয়ান সিদ্দিকুর রহমান, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদুজ্জামান চৌধুরী, প্রবীণ রাজনীতিবিদ ও সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের অন্যতম সংগঠক মো. আব্দুল খালিক, অ্যাডভোকেট জামাল উদ্দিন, গণঅধিকার পরিষদ নেতা আব্দুল্লাহ আল মামুন সুজন, পরিবহণ শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক মো. মাহবুব মিয়া, গণদাবি পরিষদ নেতা অ্যাডভোকেট কামরুজ্জামান প্রমুখ। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদউল্লাহ শহীদুল ইসলাম শাহীন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর কেন্দ্রীয় সহ সভাপতি প্রকৌশলী মো. নজরুল হোসেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি এম এ হান্নান, অ্যাডভোকেট হুমায়ুন রশিদ সুয়েব, অ্যাডভোকেট মখলিছুর রহমান, অ্যাডভোকেট তাজরীহান জামান, অ্যাডভোকেট মামুনুর রশীদ, প্রকৌশলী হাছানুজ্জামান চৌধুরী, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সংগঠক এটিএম বদরুল ইসলাম, মাহমুদুর রহমান চৌধুরী ওয়েছ, আব্দুল হাছিব চৌধুরী, আলী আক্তারুজ্জামান চৌধুরী বাবুল, মনোরঞ্জন তালুকদার, আমীনুল ইসলাম দীনেশ, হুমায়ুন কবির, সৈয়দ মসউদ রহমান মতিন, যুব সংগঠক আমীন তাহমিদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৪৭ সালে গণভোটের মাধ্যমে আসাম প্রদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে সিলেট জেলা তৎকালীন পাকিস্তানে যোগ দিয়েছিল। যা ছিল ভারতবর্ষের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা। দেশ বিভাগের সময় সিলেট জেলায় করিমগঞ্জসহ মোট পাঁচটি মহকুমা ছিল। গণভোটের রায় অনুসারে করিমগঞ্জ বর্তমানে বাংলাদেশের অন্তর্ভুক্ত থাকার কথা থাকলেও নানামুখী ষড়যন্ত্রের কারণে করিমগঞ্জ আজ ভারতের অংশ। এই হলো সিলেটবাসীর দুর্ভাগ্য। দেশ বিভাগের সময় সিলেটকে একটি পৃথক প্রদেশের মর্যাদা দেওয়ার দাবি, আশ্বাস ও আলোচনা ছিল প্রবল। কিন্তু সেই দাবিও পাকিস্তান কিংবা বাংলাদেশ আমলে আলোর মুখ দেখেনি। বক্তারা আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে গঠিত প্রশাসনিক সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী সম্প্রতি একটি রিপোর্ট দাখিল করেছেন। যেখানে দেশকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা এই চারটি প্রদেশে বিভক্ত করার প্রস্তাব রাখা হয়েছে। অথচ সিলেট প্রদেশ বাস্তবায়নের দাবি আবারও উপেক্ষিত হয়েছে। আমাদের দাবি সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জকে যুক্ত করে সিলেট প্রদেশ বাস্তবায়ন করতে হবে। খনিজ সম্পদে ভরপুর ও প্রবাসী অধ্যুষিত সিলেট বিভাগকে উপেক্ষা করে দেশে প্রদেশ গঠনের পায়তারা সিলেটবাসী মেনে নেবে না। বক্তারা অবিলম্বে সিলেটকে অন্তর্ভুক্ত করে সিলেট প্রদেশ গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আজ মহান মে দিবস

আজ মহান মে দিবস