সুনামগঞ্জ , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, হতাশ হাওরাঞ্চলের কৃষক সুরমা’র গ্রাসে বিলীন হচ্ছে ঘরবাড়ি-সড়ক অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ ভারতীয় মদসহ পিতা-পুত্র গ্রেপ্তার শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নিরাপদ খাদ্য বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ছয় দাবিতে সব পলিটেকনিক ‘কমপ্লিট শাটডাউন’ মানবিক করিডোর’ নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রেস সচিব নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সরেজমিন খরচার ও দেখার হাওর, ইবার ফসল বালা অইছে জাতীয়তাবাদী নবীন দলের আহ্বায়ক কমিটি গঠন অধ্যাপক আজহারুল ইসলাম ছিলেন একজন আদর্শ মানুষ নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত বজ্রপাতে কলেজ ছাত্র নিহত উপাচার্যকে নিয়ে মানহানিকর বিবৃতি প্রত্যাহারের দাবিতে সুবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন বিশ্বম্ভরপুরে কৃষি ও হাঁস-মুরগী পালন প্রশিক্ষণ ইউনিয়ন পর্যায়ে ভূমি অধিকার বিষয়ক প্রশিক্ষণ ভর্তুকির অর্ধ কোটি টাকা আত্মসাত করে এক যন্ত্র দুই জনের নামে বিতরণ! দোয়ারাবাজারে লন্ডভন্ড ঘরবাড়ি, গাছপালা

ওসমানী মেডিক্যালে রোগীর স্বজনকে চিকিৎসকের লাথি

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ০১:২৮:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ০১:২৮:০৯ পূর্বাহ্ন
ওসমানী মেডিক্যালে রোগীর স্বজনকে চিকিৎসকের লাথি
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে রোগীর স্বজন ও চিকিৎসকের মধ্যে বাগবিত-া হয়। একপর্যায়ে দুই পক্ষের উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হলে ওই চিকিৎসককে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করেন আরেকজন। তখন ওই চিকিৎসক ক্ষিপ্ত হয়ে লাথি দিয়ে বসেন রোগীর স্বজনকে। এমন একটি ভিডিও রবিবার (২৭ এপ্রিল) রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। রবিবার দুপুরে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিচতলার ৩১ নম্বর ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে। এদিকে, রবিবারের এ ঘটনায় হাসপাতালের পরিচালক পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। জানা গেছে, হাসপাতালের সার্জারি ওয়ার্ডে জুবায়ের আহমদ (২২) নামের এক রোগীকে নিয়ে এ ঘটনার সূত্রপাত। সুনামগঞ্জের গোবিন্দগঞ্জের কলাগাঁও এলাকার বাসিন্দা জুবায়ের শুক্রবার থেকে পেটের নিচে ব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। রবিবার দুপুরে জুবায়েরের পাশে তার বন্ধু মিজান আহমদ (২২) ছিলেন। মিজানের সঙ্গেই তন্ময় দেবনাথ নামের ওই চিকিৎসকের বাগবিত-া এবং লাথি দেওয়ার ঘটনাটি ঘটেছে। জানা গেছে, তন্ময় দেবনাথ নামের ওই চিকিৎসক ¯œাতকোত্তর ‘ফেজ-বি’-এর আবাসিক শিক্ষার্থী। রোগীর স্বজনের সঙ্গে বাগবিত-ার একপর্যায়ে কোনও কথার জেরে মেজাজ হারিয়ে এমন কা- ঘটিয়েছেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন জুবায়েরের সঙ্গে কথা বলে জানা গেছে, মিজান আহমদ ওই চিকিৎসককে ডাক দিয়েছিলেন। কিন্তু তিনি সাড়া দেননি। পরে মিজানকে ডেকে নিয়ে ব্যবহার ঠিক করার কথা বলেছেন ওই চিকিৎসক। একপর্যায়ে চিকিৎসকের সঙ্গে মিজানের বাগবিত-া হয়। এতে ওই চিকিৎসক তাকে লাথি দিয়েছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই চিকিৎসককে আপাতত দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স