নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০৯:২৯:৪১ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০৯:২৯:৪১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ::
এইচএসসি এর পর ডিপ্লোমা নাই,ডিপ্লোমাকে ডিগ্রি (স্নাতক) সমমান চাই বৈষম্যের ঠাই নাই,ডিপ্লোমাকে ডিগ্রি স্নাতক সমমান চাই এই শ্লোগানকে সামনে রেখে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সুনামগঞ্জ আনোয়ারা মুজাহিদ নার্সিং কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত কলেজ প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী মেহেদী হাসান,ইয়াহিয়া,আলমগীর হোসেন,বেলাল, পিয়াল প্রমুখ। বক্তারা বলেন, এইচএসসি পাশের পর পরীক্ষায় অংশগ্রহণ করে ভর্তি হয়ে ৩ বছর পড়াশোনা করতে হয়। পড়াশোনা শেষে ৬ মাস ইন্টারশীপ শেষ করে আবারও নার্সিং পরীক্ষায় পাশ করতে হয়। এতো পড়াশোনা করে সে সনদ পাই সেটি এইচএসসির সমমান। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবী-দাওয়া পূরণ হচ্ছে না। আমরা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আন্দোলন চালিয়ে যাবো।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ