২৪ লাখ টাকার ভারতীয় বিড়ি ও শাড়ি জব্দ
- আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ১২:০২:৫৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ১২:০২:৫৯ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি ও শাড়ি জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি ও সদর উপজেলার চিনাউড়া বিওপি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ২৪ লাখ ৯৮ হাজার ৪০০ টাকার ভারতীয় বিড়ি ও শাড়ির জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি।
বিজিবি জানায়, বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের চিনাকান্দি বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১২০৯/৫-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিলডোয়ার নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার ৮০ প্যাকেট ভারতীয় বিড়ি জব্দ করে। এই বিড়ির আনুমানিক মূল্য ৪ লাখ ২৮ হাজার ৪০০ টাকা।
অপরদিকে, সুনামগঞ্জ সদর উপজেলার ২নং রঙ্গারচর ইউনিয়নের চিনাউড়া বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১২১৬/এমপি থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চিনাউড়া নামক স্থানে অভিযান চালিয়ে ৩৪৫ পিস মালিকবিহীন ভারতীয় শাড়ি জব্দ করে। এই শাড়িগুলোর আনুমানিক মূল্য ২০ লাখ ৭০ হাজার টাকা। এই দুটি অভিযানে জব্দকৃত বিড়ি ও শাড়ির মোট সিজার মূল্য ২৪ লক্ষ ৯৮ হাজার ৪০০ টাকা।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ