নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ
- আপলোড সময় : ২৮-০৪-২০২৫ ১১:৫২:৪৬ অপরাহ্ন
- আপডেট সময় : ২৮-০৪-২০২৫ ১১:৫২:৪৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ::
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ আনোয়ারা মুজাহিদ নার্সিং কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।
কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে সমাবেশে মিলিত হন শিক্ষার্থীরা। সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী বেলাল, পিয়াল, আলমগীর, রিচি প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, এইচএসসি পাসের পর পরীক্ষায় অংশগ্রহণ করে ভর্তি হয়ে ৩ বছর পড়াশোনা করতে হয়। পড়াশোনা শেষে ৬ মাস ইন্টারশিপ শেষ করে আবারও নার্সিং পরীক্ষায় পাস করতে হয়। এতো পড়াশোনা করে সে সনদ পাই সেটি এইচএসসির সমমান। এই বৈষম্যের নিরসন চায় নার্সিং শিক্ষার্থীরা।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ