সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল মাদকসহ গ্রেফতারের পর জামিনে এসে প্রতিবাদকারীর বিরুদ্ধে মামলা! ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি : নাহিদ ইসলাম ভারতীয় সহকারী হাইকমিশনারের শুল্ক স্টেশন পরিদর্শন পথে যেতে যেতে : পথচারী হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার শুরু হচ্ছে চার লেন সড়ক নির্মাণকাজ নতুন আঙ্গিকে ‘হোটেল নূরানী’র শুভ উদ্বোধন জনগণের সেবার দায়িত্ব আন্তরিকভাবে পালন করতে হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার সম্ভব-অসম্ভবে ভোটের প্রস্তুতি শাপলা প্রতীক কেউ পাবে না: বিবিসি বাংলাকে সিইসি সুনামগঞ্জে এনসিপি’র নেতৃত্বে সাজাউর রাজা সুমন এনসিপি’র কমিটিতে নাম আসা হারুনুর রশিদ বললেন- “তিনি বিএনপি’র রাজনীতিতে যুক্ত” পাসপোর্ট ইস্যু বেড়েছে চার গুণ শহর যানজটমুক্ত করতে ১৬ জুলাই থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ : জেলা প্রশাসক একটি মাত্র সেতুর অভাবে দুর্ভোগে কয়েক হাজার মানুষ পাঁচ গুণিজনকে সম্মাননা প্রদান ‘রাজসাক্ষী’ হিসেবে শর্তসাপেক্ষে চৌধুরী মামুনকে ক্ষমা করা যেতে পারে : ট্রাইব্যুনাল ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি, স্পষ্ট হচ্ছে অদৃশ্য শত্রু : তারেক রহমান চার উপজেলায় এসিল্যান্ড নেই, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা শহরের খাল উদ্ধারে ফের শুরু হচ্ছে অভিযান

দোয়ারাবাজার-কপলা সড়ক সংষ্কার কাজে অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ০৯:০০:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ০৯:০০:৫১ অপরাহ্ন
দোয়ারাবাজার-কপলা সড়ক সংষ্কার কাজে অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
দোয়ারাবাজার প্রতিনিধি:: দোয়ারাবাজার টু কপলা ভায়া শ্রীপুরবাজার সড়কে সংষ্কার কাজে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বিকেলে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুরবাজার সড়কে শিক্ষানুরাগী মো. ওলিউর রহমান'র সভাপতিত্ব ও শানুর ওয়াদুদ সাগর তালুকদারের পরিচালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, কপলা টু দোয়ারাবাজার ভায়া শ্রীপুরবাজার সড়কটি দীর্ঘদিন ধরে চলাচল অযোগ্য ছিল। দোয়ারাবাজার থেকে কপলা পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক সংষ্কারে প্রায় ২২ কোটি টাকা বরাদ্দ হয়। গত কয়েক মাস ধরে সড়ক সংষ্কার কাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠান শুরু থেকেই সংষ্কার কাজে নানাভাবে অনিয়ম দুর্নীতি করে আসছে। প্রকাশ্যে নিম্নমানের কাজ করা হলেও এখানে দেখার কেউ নেই। বক্তারা আরও বলেন, সড়কে পাথর, বিটুমিনসহ চলমান সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং এলজিইডি কর্তৃপক্ষ তদারকি না করার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। সভাপতির বক্তব্যে সমাজকর্মী ওলিউর রহমান বলেন, ঠিকাদারের লোকজন ময়লা-আর্বজনা পরিষ্কার না করে কাজ করেছেন। কমপ্রেশার মেশিন দিয়ে সড়ক পরিষ্কার করে পিচ দেওয়ার কথা। তা না করে গাছের পাতা ও ময়লার ওপরই পিচ দেওয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী এক ইঞ্চি ঢালাই হওয়ার কথা থাকলেও যেসব জায়গার পিচ উঠে গেছে সেখানে এক ইঞ্চি না দিয়ে হাফ ইঞ্চি পিচ ঢালাই দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পিচ দেওয়ার আগে যখন ইটের সুরকি দেওয়া হয় তখন রোলার মেশিন দিয়ে সমান করার কথা বলা হয়েছিল। কিন্তু রোলার দিয়ে সমান না করে পিচগালা করা হয়েছে। ফলে তিন কিলোমিটার কাজের হাতের টানে পিচ উঠে যাচ্ছে। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীপুরবাজার পরিবহন মালিক সমিতির সভাপতি আলী আফরান, স্বাস্থ্য পরিদর্শক রেদওয়ানুর রহমান, স্বাস্থ্যকর্মী লাল মিয়া, ব্যবসায়ী নুরুল গণি, মাওলানা আলাউদ্দিন রেদওয়ান, শুকুর আলী, এমদাদ হোসেন, আঙ্গুর আলম তানছিন, আক্কাস আলী, নাছির উদ্দীন, আক্তার হোসেন, সফর আলী, জুয়েল আহমদ, লালমিয়া, জমির আলী প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল

লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল