১০টি কৃষক দলের মধ্যে বেড প্লান্টার বিতরণ
- আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ১২:৩৬:৪৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ১২:৩৬:৪৫ পূর্বাহ্ন

ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার ১০টি কৃষক দলের মধ্যে বৃহস্পতিবার বেলা দুইটার দিকে বিনামূল্যে ১০টি বেড প্লান্টার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফ্রিপ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে উপজেলা সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষারের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও জনি রায়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কামরুল হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, কাঞ্চন মিয়া, প্রশান্ত বিশ্ব শর্মা প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ