সুনামগঞ্জ , শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ , ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হারভেস্টার ও শ্রমিক সংকটে বিপাকে কৃষক বোরো’র ঘ্রাণে মুখর হাওর মেঘালয়ে পরিবেশ বিনাশের দায় মেটাচ্ছে তাহিরপুর উপাচার্যকে নিয়ে অভিযোগের প্রতিবাদে সুবিপ্রবি’র শিক্ষার্থীদের নিন্দা জগন্নাথপুরে দুশ্চিন্তায় কৃষক, মেশিন ও শ্রমিক সংকটে ধানকাটা ব্যাহত সিলেটে ‘লাকড়ি তোড়া’ উৎসবে ভক্তদের ঢল কমিউনিটি ক্লিনিকে পরিবর্তন আসছে ধান-চাল ক্রয়ে কোনও সিন্ডিকেট থাকবে না : খাদ্য উপদেষ্টা মধ্যনগরে পলাতক আসামি গ্রেফতার এক কলস পানির জন্য হাঁটতে হয় এক কিলোমিটার সুনামগঞ্জে বিজিবি’র অভিযানে ৪৪ লাখ টাকার ভারতীয় ফুসকা ও জিরা জব্দ মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন কেন আক্রান্ত? রাস্তা সংস্কারে বাধা দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন গ্রেফতার সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের ওপর ‘হামলা’র নিন্দা বিএনপির সুবিপ্রবি’র স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে চাই সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের ‘শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জনবল সংকটে ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা দিরাইয়ে জেলা পরিষদের সাবেক সদস্য গ্রেপ্তার দিরাইয়ে বজ্রপাতে কৃষিশ্রমিক নিহত, আহত ৩
দোয়ারাবাজারে কিশোরীকে ধর্ষণ

জন্ম নেওয়া শিশুর জন্মনিবন্ধন সনদে বাবা হিসেবে দ-প্রাপ্তের নাম যুক্ত করার নির্দেশ

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৫ ০৯:১৯:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৫ ০৯:২০:৪৬ অপরাহ্ন
জন্ম নেওয়া শিশুর জন্মনিবন্ধন সনদে বাবা হিসেবে দ-প্রাপ্তের নাম যুক্ত করার নির্দেশ
সুনামকণ্ঠ ডেস্ক ::
দোয়ারাবাজার উপজেলায় বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
গত বৃহস্পতিবার সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ হাবিবুল্লাহ এই রায় দেন। রায়ে ধর্ষণের ফলে ওই কিশোরীর গর্ভে জন্ম নেওয়া কন্যাসন্তানের বাবা হিসেবে দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম যুক্ত করে জন্মনিবন্ধন দিতে নিবন্ধককে নির্দেশ দেওয়া হয়েছে।
দন্ডপ্রাপ্ত মাহবুবের (৩৫) বাড়ি জেলার দোয়ারাবাজার উপজেলায়। তিনি পলাতক। রায়ের বিষয়টি নিশ্চিত করেন আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) মো. শামছুর রহমান। মামলার আরজিতে বলা হয়, ধর্ষণের শিকার ওই প্রতিবন্ধী কিশোরী ও দন্ডপ্রাপ্ত মাহবুব প্রতিবেশী।
মেয়েটির বাবা ও মায়ের অনুপস্থিতিতে মাহবুব বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করেন। মেয়েটি ২০১৫ সালের ৬ জুন এক কন্যাসন্তানের জন্ম দেয়। তখন বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে প্রতিবেশী মাহবুব এবং তার মা-বাবাসহ অন্যদের জানান, মেয়েটির সঙ্গে এক প্রতিবেশীকে প্রায়ই মেলামেশা করতে দেখেছেন তারা। পরে গ্রামের লোকজন ওই নবজাতকের বাবা হিসেবে ওই ব্যক্তির নাম দিয়ে জন্মনিবন্ধন করানোর সিদ্ধান্ত দেন। কিন্তু মেয়েটি সুস্থ হওয়ার পর পরিবারকে জানায়, তাকে ওই ব্যক্তি নয়, ধর্ষণ করেছে মাহবুব। পরে মাহবুব ও তার পরিবার মেয়েটির উপযুক্ত বয়স হওয়ার পর মাহবুবের সঙ্গে বিয়ের ব্যবস্থা করবে বলে জানায়; কিন্তু কয়েক বছর যাওয়ার পর বিয়ের বিষয়টি অস্বীকার করেন মাহবুব।
এরপর ২০১৯ সালের ১৩ জুন মাহবুবের বিরুদ্ধে আদালতে মামলা করেন মেয়েরটির বাবা। সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার রায়ে উল্লেখ করা হয়েছে, জরিমানার টাকা ক্ষতিপূরণ হিসেবে পাবে নির্যাতনের শিকার মেয়েটি।
রায়ে মেয়েটির গর্ভে জন্ম নেওয়া কন্যাসন্তানের বাবার নাম পরিবর্তন করে মাহবুবের নাম উল্লেখ করে নতুন জন্মনিবন্ধন সম্পন্ন করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের জন্ম-মৃত্যুনিবন্ধককে নির্দেশ দেওয়া হয়েছে। - প্রথম আলো

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স