সুনামগঞ্জ , শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ , ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হারভেস্টার ও শ্রমিক সংকটে বিপাকে কৃষক বোরো’র ঘ্রাণে মুখর হাওর মেঘালয়ে পরিবেশ বিনাশের দায় মেটাচ্ছে তাহিরপুর উপাচার্যকে নিয়ে অভিযোগের প্রতিবাদে সুবিপ্রবি’র শিক্ষার্থীদের নিন্দা জগন্নাথপুরে দুশ্চিন্তায় কৃষক, মেশিন ও শ্রমিক সংকটে ধানকাটা ব্যাহত সিলেটে ‘লাকড়ি তোড়া’ উৎসবে ভক্তদের ঢল কমিউনিটি ক্লিনিকে পরিবর্তন আসছে ধান-চাল ক্রয়ে কোনও সিন্ডিকেট থাকবে না : খাদ্য উপদেষ্টা মধ্যনগরে পলাতক আসামি গ্রেফতার এক কলস পানির জন্য হাঁটতে হয় এক কিলোমিটার সুনামগঞ্জে বিজিবি’র অভিযানে ৪৪ লাখ টাকার ভারতীয় ফুসকা ও জিরা জব্দ মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন কেন আক্রান্ত? রাস্তা সংস্কারে বাধা দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন গ্রেফতার সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের ওপর ‘হামলা’র নিন্দা বিএনপির সুবিপ্রবি’র স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে চাই সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের ‘শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জনবল সংকটে ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা দিরাইয়ে জেলা পরিষদের সাবেক সদস্য গ্রেপ্তার দিরাইয়ে বজ্রপাতে কৃষিশ্রমিক নিহত, আহত ৩

বোরো’র ঘ্রাণে মুখর হাওর

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৫ ০৮:৪৯:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৫ ০৮:৪৯:১২ অপরাহ্ন
বোরো’র ঘ্রাণে মুখর হাওর
আশিস রহমান :: দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ। যেদিকে চোখ যায় সেদিকেই ধান আর ধান। বোরো ধানের ঘ্রাণে মুখর হাওর এলাকার চারপাশ। ফসলের মাঠের বুক চিরে সুদূরে গিয়ে মিলিত হয়েছে মেঠোপথ। পথের ধারে ধারে স্তূপ দিয়ে রাখা হয়েছে বোরো ধান। কেউ ধান স্তূপ দিয়ে রাখছেন, আবার কেউ ধান মাড়াই করছেন মেশিনে। আকাশে কালো মেঘের আনাগোনা। বাতাসে দোল খাচ্ছে ধানের শীষ। রোদ বৃষ্টি উপেক্ষা করে কৃষকদের ধান কাটা এবং ধান মাড়াই করে ঘরে তোলার ব্যস্ততা দেখা গেছে হাওর পাড়ে। সম্প্রতি আবহাওয়া অধিদপ্তর কর্তৃক ভারী বৃষ্টিপাত হওয়ার সতর্কতা কৃষকদের ব্যস্ততা আরো বাড়িয়ে দিয়েছে। ভারী বৃষ্টিপাত ও আগাম বন্যার শঙ্কায় বোরো ফসল ঘরে তুলতে কাস্তে হাতে নিয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন সুনামগঞ্জের কৃষাণ-কৃষাণীরা। সুনামগঞ্জে চলতি মৌসুমে ২ লাখ ২৩ হাজার ৫০২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যার লক্ষ্যমাত্রা প্রায় ১৩ লাখ ৯৫ হাজার মেট্রিক টন। এর বাজারমূল্য আনুমানিক ৫ হাজার ২০০ কোটি টাকা। বৃহস্পতিবার দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামে কালনার হাওরপাড়ে স্থানীয় কৃষকদের সাথে আলাপ হয় এই প্রতিবেদকের। কৃষকেরা বলছেন, এখনো অনেক ধান পাকার বাকি। তারপরও তড়িঘড়ি করে পাকা-আধা পাকা ধান কাটতে হচ্ছে। কখন আবহাওয়া খারাপ করে বসে তাঁর কোনো নিশ্চয়তা নেই। এই সময়ের মধ্যেই ধান কাটতে হবে, মাড়াই করতে হবে। তারপর ধান শুকিয়ে ঘরে তুলতে হবে। তাছাড়া ধানের পাশাপাশি খড় শুকিয়ে সংগ্রহ করতে হবে গো খাদ্যের জন্য। আলীপুর গ্রামের কৃষক মোবারক মিয়া বলেন, ৩০ শতক জমিতে এইবার হাইব্রিড সুরভি জাতের ধান লাগাইছি। ভালো ফলন হইছে। আশা করছি ২০ মণ ধান পাওয়া যাইব। শ্রমিক পাওয়া যায়না। ভাগে শ্রমিক লইছি। ধানের ৫ ভাগের এক ভাগ তারারে দেওয়া লাগব। ধান কাটার শ্রমিক আব্দুস সাত্তার বলেন, আমরা দলবদ্ধ ভাবে ধান কাটি। একেক দল একেকজনের জমিতে ধান কাটে। জমির মালিকের ধান কেটে দিলে ৫ ভাগের এক ভাগ ধান আমরা পাই। দলের সবাই এই ধান ভাগবণ্টন করে নিই। কানলার হাওরের কৃষক দিন ইসলাম বলেন, আমার ধান এখনো পাকেনি। ধান পাকতে আরো অন্তত ৫-৭ দিন সময় লাগবে। এনিয়ে সবসময় টেনশনে আছি। কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। শিলাবৃষ্টি হলে ধানের ক্ষতি হবে। দোয়ারাবাজার উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন জানান, বৃষ্টিতে ধান খেত তলিয়ে যাওয়ার কোনো খবর এখনো পর্যন্ত পাইনি। তবে শিলাবৃষ্টিতে অনেক এলাকায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কৃষকদেরকে দ্রুত ধান কাটার তাগিদ দেওয়া হচ্ছে। তিনি আরো জানান, ধান কাটতে এবার শ্রমিক সংকট তেমন নেই। তাছাড়া আমাদের সাথে কৃষকেরা যোগাযোগ করলে আমরা ধান কাটার কম্বাইন হারভেস্টার মেশিনের ব্যবস্থা করে দেব। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, এবার সুনামগঞ্জে অকাল বন্যা ও পাহাড়ি ঢলের কবল থেকে বোরো ফসল রক্ষায় জেলার ৫০টি হাওরে ৬৮৭টি প্রকল্পে ৫৯৬ কিলোমিটার বেড়িবাঁধ সংস্কার ও নির্মাণ করা হয়েছে। এতে প্রাক্কলন ছিল ১২৭ কোটি টাকা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা ইকবাল আজাদ জানান, হাওরের পরিস্থিতি এখনো ভালো, কৃষকেরা নির্বিঘেœ ধান কাটা, মাড়াই ও গোলায় তোলার কাজ করছেন। আগামী ৫ মে পর্যন্ত হাওরে ধান কাটা চলবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স