সুনামগঞ্জ , বুধবার, ২০ অগাস্ট ২০২৫ , ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা তাহিরপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ র‌্যাবের অভিযানে ভারতীয় ২৭২ বোতল মদ জব্দ যারা নির্বাচনের বিরোধিতা করছে তারা দেশের শত্রু : কয়ছর এম আহমদ প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় : তারেক রহমান সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’ দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর এম আহমেদ জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্প পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তাহিরপুরে তোপের মুখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা জাতি-ধর্মে ভেদাভেদ থাকবে না, এই দেশ সবার : সেনাপ্রধান বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্নের দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত

উপাচার্যকে নিয়ে অভিযোগের প্রতিবাদে সুবিপ্রবি’র শিক্ষার্থীদের নিন্দা

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৫ ০৮:০০:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৫ ০৮:০০:৪৬ অপরাহ্ন
উপাচার্যকে নিয়ে অভিযোগের প্রতিবাদে সুবিপ্রবি’র শিক্ষার্থীদের নিন্দা
শান্তিগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীরা এসব অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা বলেন, আমাদের মাননীয় উপাচার্য সম্পর্কে সংবাদ সম্মেলনে যে সকল অভিযোগ তোলা হয়েছে, সেগুলোর পক্ষে কোনো ধরনের প্রমাণ উপস্থাপন করা হয়নি। এমন ভিত্তিহীন বক্তব্য শুধুমাত্র উপাচার্য নয়, পুরো বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণœ করছে। মাননীয় উপাচার্য একজন খ্যাতিমান অধ্যাপক ও গবেষক, যিনি দীর্ঘদিন ধরে দেশের উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তারা অভিযোগ করেন, এই ধরনের প্রচারণা বিশ্ববিদ্যালয় এবং উপাচার্যকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার সুস্পষ্ট ষড়যন্ত্রের অংশ। সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অবিলম্বে এই ভিত্তিহীন অভিযোগগুলো প্রত্যাহার না করা হয়, তাহলে আমরা শিক্ষার্থীরা কঠোর আন্দোলন কর্মসূচিতে যেতে বাধ্য হব এবং পরবর্তীতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্রী হল-১ এর আবাসিক শিক্ষার্থীরাও এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ‘মিথ্যা’ প্রচারের প্রতিবাদ জানিয়েছেন। তারা জানান, শান্তিগঞ্জ থানার সন্নিকটে অবস্থিত ছাত্রী হলটি স¤পূর্ণ নিরাপদ এবং সেখানে শিক্ষার্থীরা নিরবচ্ছিন্নভাবে একাডেমিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, এই ধরনের বিভ্রান্তিকর তথ্য আমাদের পড়াশোনা ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়। তারা বলেন, উপাচার্যের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, সেগুলো স¤পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা

লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা