দিরাইয়ে বজ্রপাতে নিহত ১, আহত ২
- আপলোড সময় : ২৪-০৪-২০২৫ ১১:২৮:১৩ অপরাহ্ন
- আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ১১:২৮:১৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ::
দিরাইয়ে বজ্রাঘাতে আবু আইয়ূবুর (২০) নামে এক তরুণ নিহত ও দুইজন আহত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রফিনগর ইউনিয়নের সেচনী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আইয়ূবুর রফিনগর গ্রামের ইকবাল হোসেনের ছেলে। এছাড়াও নিহতের বড় ভাই অলিউর ও গ্রামের কাবিল মিয়ার ছেলে মনিরুল (৩৫) আহত হয়েছেন।
নিহত আইয়ুবুরের চাচাতো ভাই সুজন মিয়া জানান, ঘটনার সময় তারা বাড়ির পাশে ধানের খড় সংগ্রহের কাজ করছিল। এসময় আকস্মিক বজ্রাঘাতে ৩ জন আহত হন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় বাংলা বাজারে নিয়ে গেলে বাজারের পল্লী চিকিৎসকসহ আইয়ুবুর মারা গেছেন বলে নিশ্চিত করেন।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার একজন নিহত ও দুইজন আহত হওয়ার খবর নিশ্চিত করে বলেন, হাওরে বজ্রপাত থেকে বাঁচার জন্য আশ্রয়কেন্দ্র স্থাপনসহ জনসচেতনতা কার্যক্রম জরুরি হয়ে দাঁড়িয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ