এক জামায়াতপন্থী ব্যবসায়ী গাড়িটি দিয়েছেন: হান্নান মাসউদ
- আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৮:১৬:২৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৮:১৬:২৮ পূর্বাহ্ন

সুনামকণ্ঠ ডেস্ক ::
এবার কার দেয়া গাড়িতে চড়েন সে বিষয়ে মুখ খুললেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হান্নান মাসউদ বলেছেন, আমি নিজে একটা গাড়ি নিয়েছি। এ গাড়ির ব্যাপারে আমি অনেকবার বলেছি। এটা নিয়ে সাংবাদিকরাও বিভিন্ন নিউজ করেছেন। গাড়িটা কার সেটা বের করেছেন। এটা একজন ব্যবসায়ীর গাড়ি। যিনি মূলত একজন জামায়াতপন্থী ব্যবসায়ী। ওনার গাড়ি। উনি এটা আমাকে দেন। ভালো জেনেই দেন। উনি আমার হাতিয়ার মানুষ। উনি চান যে হাতিয়াতে আমি যেনো রাজনীতিটা করি। এখন আমার বাড়িতে বাইকে যাওয়া তো রিস্কি। এখন তো আর আগের মতো যাতায়াত করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে এই সকল বিষয় নিয়ে বারবার বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, আমার এলাকার ৩০০ প্রবাসী আছেন। যারা একটা গ্রুপ করে নিয়মিত আমাকে টাকাপয়সা দিয়ে যাচ্ছেন। তারা চান আমি যেন হাতিয়া থেকে নির্বাচন করে এমপি নির্বাচিত হই।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ