জোরপূর্বক শিক্ষকদের পদত্যাগ বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ
- আপলোড সময় : ৩১-০৮-২০২৪ ০৯:২৬:১৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩১-০৮-২০২৪ ০৯:২৬:১৮ পূর্বাহ্ন
 
                                  
                     
                            
                               সুনামকণ্ঠ ডেস্ক::
শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান সহিংসতা বন্ধ, জোরপূর্বক শিক্ষকদের পদত্যাগ ও লাঞ্ছিত করার প্রতিবাদে, কর্মস্থানে হয়রানি বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দুর্গাপূজার তিনদিনের সরকারি ছুটিসহ ঘোষিত ৮ দফা দাবীতে সনাতন অধিকার মঞ্চ (এসআরএম)-এর উপদেষ্টা অধ্যাপক অশোক তরু মহোদয়ের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি দিপঙ্কর শিকদার দিপু, শারদাঞ্জলী ফোরামের সিনিয়র সহ-সভাপতি রতন চন্দ্র পাল, মাইনরিটি জনতা পার্টির সভাপতি শ্যামল রায়, হলি ফ্যামিলি রোড ক্রিসেন্ট নার্সিং কলেজের সহকারী অধ্যাপক সোনালী রানী দাস (যাকে জোর পূর্বক পদত্যাগে বাধ্য ও লাঞ্চনা করা হয়েছে), আদ্রীশ আদিত্য মন্ডল, অধ্যক্ষ মহাবিদ্যালয় কয়রা খুলনা (যাকে জোর পূর্বক পদত্যাগে বাধ্য ও লাঞ্চনা করা হয়েছে), ভক্তসংঘ সোসাইটির সাধারণ সম্পাদক অনীল পাল, বিশিষ্ট আইনজীবী এডভাকেট জিতেন্দ্র বর্মন, সচেতন হিন্দু পরিষদের সভাপতি এডভোকেট প্রভাস তন্ত্রী, বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি) এর সহ-সভাপতি চিকিৎসক বাসু দেব রায় চন্দন, সনাতন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মোহন সরকার, ব্যবসায়ী প্রতিনিধি দুলাল সরকার, বাংলাদেশ হিন্দু পরিষদের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মিঠু সাহা,  প্রমুখ ব্যক্তিবর্গ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা চলমান সহিংসতা বন্ধ, জোরপূর্বক শিক্ষকদের পদত্যাগ ও লাঞ্ছিত, কর্মস্থানে হয়রানি বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দুর্গাপূজার তিনদিনের সরকারি ছুটিসহ ঘোষিত ৮ দফা দাবী বাস্তবায়নে বর্তমান অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর দৃষ্টি আকর্ষন করেন।
সংগঠনের সার্বিক তত্বাধায়ক ও বাংলাদেশ সনাতন পার্টি এবং বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট সুমন রায় বলেন, আমরা আন্দোলন করতে চাই না, আমরা আমাদের অধিকার চাই, আমরা নিরাপত্তার সাথে এদেশে বসবাস করতে চাই। কিন্তু দুঃখের বিষয় হলো আওয়ামী লীগ সরকারের আমলে যখন আমরা সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আন্দোলন করেছি তখন আমাদেরকে জামায়াত-বিএনপির এজেন্ট বলা হয়েছে। আর এখন যখন আমরা সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে আন্দোলন করছি তখন আমাদের আওয়ামী লীগের এজেন্ট ও ভারতের দালাল বলা হয়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা কারো দালালি করতে চাই না। কখনও করিও নাই, ভবিষ্যতেও করবো না। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে সংবিধান অনুযায়ী আমাদের অধিকার চাই। অনতিবিলম্বে ৮ দফা দাবিসহ সনাতনী সম্প্রদায়ের যৌক্তিক দাবি পুরণ করা না হলে সারা বাংলাদেশে সনাতনী সম্প্রদায়সহ দল-মত নির্বিশেষে সকল অসম্প্রদায়িক নাগরিকদের সাথে নিয়ে সনাতনি অধিকার আদয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। 
এডভোকেট প্রভাষতন্ত্রী ঘোষণা করেন যে, সনাতন অধিকার মঞ্চ-এর আইনজীবী প্যানেলের মাধ্যমে জোর পূর্বক পদত্যাগ শিক্ষকদের পক্ষে স্বপদে বহালের জন্য বিনামূল্যে মহামান্য সুপ্রিম কোর্টে রিট দায়ের করার এবং লাঞ্চিত কোন শিক্ষক লাঞ্চিতকারী ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে চাইলে বিনামূল্যে আইনগত সহায়তার ঘোষণা প্রদান করেন।
মাইনরিটি জনতা পার্টির সভাপতি শ্যামল রায় বলেন, অনতিবিলম্বে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও হয়রানী বন্ধ এবং শিক্ষক লাঞ্চিত ছাত্র-ছাত্রীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষকদের স্বপদে দ্রুত পুনর্বহালের জোর দাবি জানান।
এডভোকেট জিতেন্দ্র বর্মণ বলেন, অতিদ্রুত চলমান সংখ্যালঘু নির্যাতন বন্ধ এবং জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করে প্রত্যেকটি ঘটনার সুষ্ঠ তদন্ত করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পরিশেষে সভাপতি অধ্যাপক অশোক তরু মহোদয় উপরোক্ত দাবি দ্রুত মেনে নিয়ে সামনে আসন্ন দুর্গাপূজা সনাতনী সম্প্রদায় যাতে নির্বিগ্নে নিরাপদে পালন করতে পারে তার যথাযথ ব্যবস্থা করার জন্য বর্তমান অন্তবর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
                           
                           
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
                            
                       
     কমেন্ট বক্স 
                            
 
                          
                       
                        
                                      সর্বশেষ সংবাদ
                                
                                 
 
 
  সুনামকন্ঠ ডেস্ক
 সুনামকন্ঠ ডেস্ক  
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                     
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                