সারাদেশে বিশেষ অভিযান : ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৬১০
- আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৮:০৯:৩৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৮:০৯:৩৭ পূর্বাহ্ন

সুনামকণ্ঠ ডেস্ক ::
২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯০৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৭০৪ জন।
মঙ্গলবার (২২ এপ্রিল) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯০৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার ৭০৪ জন। মোট গ্রেফতার ১৬১০ জন।
আভিযানিক কার্যক্রমে এসময় একটি দেশীয় পাইপগান, একটি একনলা বন্দুক, এক রাউন্ড কার্তুজের খোসা এবং দুই রাউন্ড অকেজো কার্তুজ উদ্ধার করা হয়েছে।
বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদরদপ্তরের এ কর্মকর্তা।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ