সুরমা নদীতে অভিযান : বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ
- আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৭:৫০:০৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৭:৫০:০৯ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের সুরমা নদীতে অভিযান চালিয়ে ৪০ লাখ টাকার ভারতীয় প্রসাধনী ও বিস্কুট জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার ভোরে এ অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের সীমান্তবর্তী চলতি নদী পার হয়ে সুরমা নদী দিয়ে চোরাচালানের পণ্য নিয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলার আসছে - এমন খবর পেয়ে বিজিবি ও টাস্কফোর্সের সদস্যরা নদীতে বিভিন্ন নৌযানে তল্লাশি করেন। একপর্যায়ে একটি যাত্রীবাহী ছোট ট্রলারের পাটাতনের নিচে লুকিয়ে রাখা ভারতীয় কেশ তেল, সাবান, ফেসওয়াশ ক্রিম, বিস্কুট, রঙ ফর্সা করার ক্রিমসহ বিভিন্ন প্রসাধন সামগ্রী জব্দ করে। আটক পণ্যের বাজার দর ৪০ লাখ টাকা।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, চোরাচালান প্রতিরোধের সীমান্তের পাশাপাশি সড়ক ও নৌপথে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করছেন। আগামী ঈদকে সামনে রেখে চোরাচালান প্রতিরোধ করতে বিজিবি সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ