বাদাঘাট বাজারে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
- আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৭:৪৬:১৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৭:৪৬:১৬ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে সরকারি সড়ক দখল করে তৈরি ৩০টি অবৈধ স্থাপনা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ করা হয়েছে। সোমবার দিনভর উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজেস্ট্রেট মোহাম্মদ আবুল হাসেম উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় বাদাঘাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ হাফিজুল ইসলাম, বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম শাহ, সাধারণ স¤পাদক হারুন অর রশিদসহ কমিটির সদস্যগণ ও বাজারের বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম শাহ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জানান, অভিযান চালানোর পূর্ব নিদের্শনা দেয়া হয় বাজার কমিটির মাধ্যমে যেন অবৈধ স্থাপনা নিজ থেকে সরিয়ে নেয়ার জন্য। কিন্তু অবৈধ দখলদারগণ কর্ণপাত করেনি। পরে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উচ্ছেদ অভিযানে বাদাঘাট বাজারের কাঠপট্টির সরকারি সড়ক দখল করে গড়ে তোলা ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া বাজারের তিন দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসেম জানান, দীর্ঘদিন ধরে বাদাঘাট বাজারের কাঠপট্টির একটি সড়কে অবৈধ স্থাপনা তৈরি করে দখল করে রাখে অবৈধ দখলদাররা। সোমবার অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উদ্ধার করে রাস্তাটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ