প্রত্যয় স্কুলে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
- আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৭:৪৪:১৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৭:৪৪:১৫ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
‘স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের প্রত্যয় স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায়। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার নাসরিন সুলতানা, ডা. সৈয়দ মনোওয়ার আলী, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ডা. তানজিল হক, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাহাবুব জামান, সুনামগঞ্জ তৃণমূল প্রতিবন্ধী সংস্থার সভাপতি তাজুল ইসলাম তারেক।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রত্যয় স্কুলের প্রধান শিক্ষক সাফাত উল হক চৌধুরী।
আলোচনা সভা শেষে বিশেষ চাহিদা স¤পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সহযোগিতা করে জেলা তথ্য অফিস।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ