সুনামগঞ্জ , বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ , ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৮ সীমান্ত নদী ভরাটের পথে এক ব্যক্তি টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার বিপক্ষে বিএনপি বাদাঘাট বাজারে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রত্যয় স্কুলে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত এসএসসি পরীক্ষার্থীর ওপর দুর্বৃত্তদের হামলা সাগর-রুনি হত্যা মামলা : তদন্তের জন্য আরও ৬ মাস সময় পেল টাস্কফোর্স মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের আশ্বাস সড়ক দুর্ঘটনায় শিশু নিহত বিশ্বম্ভরপুরে প্রতিবন্ধীর বাড়ি ও মসজিদের ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন বাম্পার ফলনে সন্তুষ্ট কৃষক, ন্যায্য হিস্যায় খুশি শ্রমিকও অবাধে কাটা হচ্ছে সরকারি জমির মাটি পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জ মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন দিরাইয়ের যুবক বিশ্বনাথে খুন শান্তিগঞ্জে প্রভাবশালীদের বাধায় ১০ দোকান বন্ধের অভিযোগ এক সপ্তাহের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনও’র আশ্বাস ‘খাস কমিটি’ গঠন করে সরকারি খাল ও জমি লিজ! দোয়ারাবাজার-শ্রীপুর-কাফলাবাজার সড়ক, হাতের টানে ওঠে যাচ্ছে সড়কের পিচ সুজনের মানববন্ধন : সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি ২৪ এপ্রিল বোরো ধান সংগ্রহ অভিযান শুরু

বিশ্বম্ভরপুরে প্রতিবন্ধীর বাড়ি ও মসজিদের ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০১:২৯:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০১:২৯:২৮ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে প্রতিবন্ধীর বাড়ি ও মসজিদের ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের গামাইড়তলা গ্রামে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে প্রতিবন্ধী পরিবারের বসতবাড়ি ও মসজিদ মার্কেটের জায়গা জবর দখলের প্রতিবাদে এবং এ ঘটনায় অভিযুক্ত সুরুজ্জামান ফকিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে গামাইড়তলা রতনের ঘাট পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন গামাইড়তলা চৌরাস্তা (রতনেরঘাট) জামে মসজিদের সভাপতি মো. আব্দুর রাজ্জাক, সাধারণ স¤পাদক খোকন মিয়া, অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুল হালিম, মো. জিন্নাত আলী, ব্যবসায়ী মো. হক মিয়া, প্রতিবন্ধী মো. নুর ইসলাম, প্রতিবন্ধী সফুরা বেগম, প্রতিবন্ধী সফুরা খাতুন, প্রতিবন্ধী আব্দুর রহীম। মানববন্ধনে বক্তারা বলেন, মসজিদ ও প্রতিবন্ধী পরিবারের বাড়ি একই খতিয়ানের ৪টি দাগে রয়েছে। যার মৌজা পুরান শাসপুর, জে.এল. নং-২, খতিয়ান নং-২৪৪, এস.এ দাগ নং-২০৫, ২১৪, ২১৫ ও ২১৩। জায়গার পরিমাণ ২ একর ৭০ শতাংশ। বক্তারা বলেন, গামাইড়তলা গ্রামের বাসিন্দা মৃত রমিজ উদ্দিন ফকিরের ছেলে সুরুজ্জামান ফকির এই জায়গা জালিয়াতি করে নিতে ২০১৫ সালে ১৮২০ নং দলিল দ্বারা নামজারী মোকদ্দমা নং-৯১৯/২০১৪-২০১৫ সালে আবেদন করে চেষ্টা চালান। কিন্তু তৎকালীন এসিল্যান্ড মো. তালুত, যার পরিচিতি নং-১৬৫৫০, তদন্ত করে জানান আবেদনকারীর দখলে কোনো জায়গা নেই। আবেদনকৃত দলিল অন্য জেলায় স¤পাদিত হয়েছে। যা সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তাই সত্যতা প্রমাণ করা সম্ভব না হওয়ায় নামজারি বাতিল করেন। বক্তারা বলেন, সুরুজ্জামান ফকির পুনরায় ২০২৪-২০২৫ সালে এই দলিল দিয়ে নামজারি আবেদন করেন এবং অর্পিত স¤পত্তি তার নামে নেওয়ার জন্য ট্রাইব্যুনালে মামলাও করেন। প্রতিবন্ধী বসত বাড়ি এবং মসজিদ ও মসজিদের মার্কেট তার নামে নিতে নানা পাঁয়তারা চালিয়ে যাচ্ছেন। মসজিদ কমিটির সদস্য ও প্রতিবন্ধী পরিবারের সদস্যদের আসামি করে প্রায় ১৩টি মামলা দায়ের করেছে। এখনও মামলা আদালতে চলমান আছে। বক্তারা আরও বলেন, এই দলিল সৃজন হয় ১৯৬২ সালে টাঙ্গাইল জেলার ভুয়াপুর সাব-রেজিস্ট্রার অফিসে। ওই ভুয়াপুর উপজেলার ২ শতাংশ জায়গা এই দলিলে কৌশলে উল্লেখ করা হয়। এই জায়গা রামজান মারাক নামের এক ব্যক্তির। কিন্তু এই জায়গায় সরকারি কোয়ার্টার রয়েছে। দলিলের দাগ-খতিয়ানের সাথে উক্ত দাগ খতিয়ানের মিল নেই। এই এই দলিলের লেখক সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা। বক্তারা বলেন, আমাদের গামাইড়তলা গ্রামের বাসিন্দাদের জানমাল রক্ষা করতে এবং এসব হয়রানি থেকে বাঁচতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের দায়িত্বশীলদের সুদৃষ্টি কামনা করছি। তারা এঘটনায় সুরুজ্জামান ফকিরকে অভিযুক্ত করেন এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন সাইদুর রহমান, শিরু মিয়া, রূপতন মিয়া, হোসেন মিয়া, জজ মিয়া, ইসরাফিল মিয়া, আব্দুল হক প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স