সুনামগঞ্জ , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ , ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাম্পার ফলনে সন্তুষ্ট কৃষক, ন্যায্য হিস্যায় খুশি শ্রমিকও অবাধে কাটা হচ্ছে সরকারি জমির মাটি পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জ মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন দিরাইয়ের যুবক বিশ্বনাথে খুন শান্তিগঞ্জে প্রভাবশালীদের বাধায় ১০ দোকান বন্ধের অভিযোগ এক সপ্তাহের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনও’র আশ্বাস ‘খাস কমিটি’ গঠন করে সরকারি খাল ও জমি লিজ! দোয়ারাবাজার-শ্রীপুর-কাফলাবাজার সড়ক, হাতের টানে ওঠে যাচ্ছে সড়কের পিচ সুজনের মানববন্ধন : সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি ২৪ এপ্রিল বোরো ধান সংগ্রহ অভিযান শুরু মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, সরিয়ে দিল সেনাবাহিনী পারিবারিক কলহের বিষয়ে সাবেক এমপি নাছির চৌধুরী’র সংবাদ সম্মেলন আ.লীগের নিবন্ধন স্থগিতসহ ৯ বিষয়ে একমত এনসিপি-মজলিস ধর্মপাশায় অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার উকিলপাড়ায় পুরাতন ইটের সুরকি দিয়ে চলছে ড্রেন নির্মাণ ভরাট হচ্ছে নদ-নদী ধর্মপাশায় খাসজমি দখলের অভিযোগ তৃতীয় বিশ্বযুদ্ধের নিরসন প্রসঙ্গে সীমান্তে ২২শ কেজি ভারতীয় ফুচকা জব্দ

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দাবি অচিরেই পূরণ করা হোক

  • আপলোড সময় : ২২-০৪-২০২৫ ১২:০১:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৫ ১২:০১:৪০ পূর্বাহ্ন
সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দাবি অচিরেই পূরণ করা হোক
সংবাদপ্রতিবেদনের শিরোনামটা যদি হয় ‘মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, সরিয়ে দিল সেনাবাহিনী’ তবে প্রথমেই মনে হয় আমাদের পুলিশবাহিনী কই, তাঁরা কী করছেন। এমন কাজে সেনাবাহিনীর দরকার কী। এর কোনও সদুত্তর মেলে না। আমরা যা হওয়া দরকার এবং যা হওয়া দরকার নয় কেবল সে বিষয়ে বলতে চাই। যাতে আসলে করণীয় কী সেটা বের হয়ে আসে। সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা দেওয়া এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবির মধ্যে কোনও অন্যায় আবদার বা অসংগতি নেই। এটা কেবল শিক্ষার্থীদের দাবি নয়, বরং এ দাবিটা তাদের অভিভাবকদের ও যারা চিকিৎসাসেবা পেতে চান তাদেরসহ তাদের স্বজনদের। অর্থাৎ সমগ্র জনসাধারণের। এই সমগ্রের ভেতরে আমাদের সেনাবাহিনীও অন্তর্ভুক্ত। একটি মেডিকেল কলেজে পড়াশোনা করে হাসপাতালের ওয়ার্ডে গিয়ে রোগী দেখা ও তাদের সেবা করার সুযোগ বঞ্চিত হয়ে চিকিৎসকের সনদ পাওয়ার পর যদি ব্যবহারিক ক্ষেত্রে কার্যত চিকিৎসকের দায়িত্ব পালনে অক্ষম হয় কোন ‘কাগজে কলমে চিকিৎসক হওয়া’ শিক্ষার্থী, তাহলে সেটা কোনওভাবেই সঙ্গত কীছু হয়ে উঠে না দেশের স্বাস্থ্যসেবা খাতের জন্যে এবং সমাজের জন্য ভালো কীছু তো নয়ই। এতে দেশের অমঙ্গল ভিন্ন কোনও মঙ্গল হয় না। সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ক্ষেত্রে এমন একটা কীছু হোক দেশের নাগরিক হিসেবে সেটা কেউই চাইতে পারেন না। কিন্তু আন্দোলনের নামে জনপথ অবরুদ্ধ করে যানজটের কারণে জনহয়রানির শিকার হওয়াটাও আমাদের কাম্য নয়। সেনাবাহিনী সড়কে যানজট নিরসনে শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছেন। তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদেরকে লাঠিপেটা করাকে আমরা সমর্থন করি না, বরং তাদের আন্দোলনরে প্রতি সহমর্মিতা প্রকাশ করাই অধিক যুক্তিযুক্ত ও সঙ্গত বোধ করি। মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সঙ্গে পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা তথা হাসপাতাল চালু করে সেখানে হাতেকলমে শিক্ষার্থীদেরকে চিকিৎসক রূপে গড়ে তোলার ব্যবস্থা না করে চিকিৎসক হতে ইচ্ছুক শিক্ষার্থী ভর্তি করা যুক্তিসঙ্গত নয়। মানতেই হবে সরকার এটা ঠিক করেনি। এই ভুলের অচিরেই সংশোধন চাই। এই দাবিতে আমরা মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আশা করছি, সেনাবাহিনীর সদস্যরাও শিক্ষার্থীদের সংগত দাবি পূরণের আন্দোলনের সঙ্গে সহমর্মী হবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স