সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ , ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাইলস্টোন স্কুলে বিমান ট্র্যাজেডি নিহতের সংখ্যা বেড়ে ৩১ তাহিরপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ হাওরে দেশি মাছের আকাল, বিপন্ন বহু প্রজাতি বালুর স্তূপে কাঁদছিল নবজাতক, মায়ের মমতায় কোলে তুলেন হাসিনা দিরাই পৌর বিএনপির ৯টি ওয়ার্ড কমিটি গঠন সুদের চাপ সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা সুনামগঞ্জ-৫ আসনে জমিয়তের প্রার্থী মুফতি লুৎফুর রহমান নুরুল্লা গ্রামে ৩ জনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন স্কুলে বিমান বিধ্বস্ত : পাইলটসহ নিহত ২০, আহত ১৭১ বিমানটি ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিতে চেয়েছিলেন পাইলট শান্তিগঞ্জে গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ জগন্নাথপুর পৌরসভার বাজেট ঘোষণা জগন্নাথপুরে নকল প্যাকেটে নিম্নমানের মসলা ও কেমিক্যালযুক্ত খেজুর গুড় বিক্রি পাইকুরাটি ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন সড়কবিহীন কমিউনিটি ক্লিনিক, দুর্ভোগে মানুষ সুনামগঞ্জ বিএনপিতে ফাটল, ১৮ ইউনিটে পাল্টা কমিটি দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ বিশ্বম্ভরপুরে নারীর লাশ উদ্ধার দুই যুগ আগের ঝুলে থাকা ১০ হাজার মামলা নিষ্পত্তি করবে হাইকোর্ট পাঁচ মাসে নারী ও শিশু নির্যাতনের ৯১০০ মামলা

দোয়ারাবাজার-শ্রীপুর-কাফলাবাজার সড়ক, হাতের টানে ওঠে যাচ্ছে সড়কের পিচ

  • আপলোড সময় : ২১-০৪-২০২৫ ০৭:৩৭:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৫ ০৭:৩৭:২৯ পূর্বাহ্ন
দোয়ারাবাজার-শ্রীপুর-কাফলাবাজার সড়ক, হাতের টানে ওঠে যাচ্ছে সড়কের পিচ
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার শ্রীপুর-বড়কাপন সড়কে হাতের টানে ওঠে যাচ্ছে পিচ। সংস্কারকাজে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করায় কাজ শেষ হওয়ার আগেই সড়কের কয়েকটি অংশের পিচ ঢালাই উঠে যাচ্ছে। এসব অনিয়ম দেখার যেন কেউ নেই। উপজেলা এলজিইডি কর্তৃপক্ষ দিচ্ছেন দায়সারা বক্তব্য। স্থানীয়দের অভিযোগ, সড়কে পাথর, বিটুমিনসহ চলমান সংস্কার কাজে নি¤œমানের সামগ্রী ব্যবহার এবং এলজিইডি কর্তৃপক্ষ তদারকি না করার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে সরেজমিনে দেখা গেছে, দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের দোয়ারাবাজার ভায়া শ্রীপুর থেকে ছাতক উপজেলার বড়কাপন ভায়া কাফলা বাজার পর্যন্ত সড়ক নির্মাণ চলছে। সড়কটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২১ কোটি ৯২ লাখ টাকা। কাজটি পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সালেহ এন্ড ব্রাদার্স। অভিযোগ আছে, কাজের শুরু থেকে ব্লক, গার্ডওয়াল, নির্মাণে নি¤œমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। এতে পিচ ঢালাইয়ের পূর্বেই গার্ডওয়াল এবং ব্লকগুলোতে ফাটল এবং অনেক জায়গায় ভেঙে গেছে। ওই সড়কে ইতোমধ্যে শ্রীপুর বাজার হতে রাধানগর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কে পিচ গালা করা স¤পন্ন হয়েছে। এ কাজে উপজেলা প্রকৌশলী'র প্রতিনিধি উপস্থিত থেকেও কাজের গুণগত মান অত্যন্ত খারাপ হয়েছে। যার ফলে দুই কিলোমিটার পিচ সম্পন্ন হওয়া সড়কের বিভিন্ন অংশে এখন ফাটল দেখা দিয়েছে এবং বৃষ্টির ফলে হাতে টান দিলেই ওঠে যাচ্ছে পিচ। উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, নি¤œমানের সামগ্রী ব্যবহার করে সড়ক সংস্কার করায় কাজ শেষ হতে না হতেই সড়কের কয়েকটি অংশের পিচ ঢালাই উঠে গেছে। পাথর, বিটুমিনসহ চলমান সংস্কার কাজে নি¤œমানের সামগ্রী ব্যবহার করার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। গাড়ি চলাচল করায়ও পিচ অনেক জায়গায় উঠে যাচ্ছে। শ্রীপুর-আফসর নগর গ্রামের আক্কাছ আলী জানান, ঠিকাদারের লোকজন ময়লা-আর্বজনা পরিষ্কার না করে কাজ করেছেন। কমপ্রেশার মেশিন দিয়ে সড়ক পরিষ্কার করে পিচ দেওয়ার কথা। তা না করে গাছের পাতা ও ময়লার ওপরই পিচ দেওয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী এক ইঞ্চি ঢালাই হওয়ার কথা থাকলেও যেসব জায়গার পিচ উঠে গেছে সেখানে এক ইঞ্চি না দিয়ে হাফ ইঞ্চি পিচ ঢালাই দেওয়া হয়েছে। একই গ্রামের নিজাম উদ্দিন নোমানী জানান, পিচ দেওয়ার আগে যখন ইটের সুরকি দেওয়া হয় তখন রোলার মেশিন দিয়ে সমান করার কথা বলা হয়েছিল। কিন্তু রোলার দিয়ে সমান না করে পিচ দিয়েছে। ফলে কাজ শেষ হওয়ার আগেই পিচ উঠে যাচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ফয়সল আহমদ বলেন, কিছু জায়গায় ফাটল এবং পিচ উঠে গেছে। এগুলো আমরা দ্রুত রিপিয়ারিং করে দেব। দোয়ারাবাজার উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ দায়সার বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, এরকম হওয়ার কথা না। আমরা কাজের তদারকি করেছি। এমন হয়ে থাকলে রিপিয়ারিং করে দিতে হবে। উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু বলেন, বিষয়টি নিয়ে এলজিইডি অফিসারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিচ্ছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য