স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল সুনামগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটিকে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী দলের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) রাত ৯টায় সিলেট আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে, জাতীয়বাদী ব্যবসায়ী দলের নেতৃবৃন্দের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী ব্যবসায়ী দল সিলেট জেলা শাখার সভাপতি শোয়েব আহমেদ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চঞ্চলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী দলের সিলেট বিভাগীয় সভাপতি শামসুল আলম। সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর জাতীয়তাবাদী ব্যবসায়ীদলের সভাপতি শামীম আহমদ, সিলেট মহানগর জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভুইয়া, কৃষকদল সিলেট মহানগর শাখার জলবায়ু বিষয়ক স¤পাদক আব্দুর রহিম, সিলেট জেলা শ্রমিকদলের প্রচার ও প্রকাশনার দায়িত্বপ্রাপ্ত ময়নুল ইসলাম অপু চৌধুরী, শ্রমিকদলের সিলেট বিভাগীয় সদস্য সানুর আহমদ, সদর থানা ব্যবসায়ীদল নেতা আজাদ মিয়া, মহানগর ব্যবসায়ীদল নেতা সালাউদ্দিন মিয়া, ল কলেজ ছাত্রদল নেতা নাঈম আহমদ প্রমুখ। অনুষ্ঠানে সিলেট মহানগর জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের নেতৃবৃন্দ সংবর্ধিত সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী ব্যবসায়ীদলের সভাপতি এটিএম হেলাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন এবং সাংগঠনিক স¤পাদক জুয়েল আহমদ ও সুনামগঞ্জ পৌর শাখা জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের সাধারণ সম্পাদক তাজুল ইসলামকে ফুল দিয়ে অভিনন্দন জানান। নেতৃবৃন্দ আশা ব্যক্ত করেন বলেন, নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল সুনামগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃত্বে সুনামগঞ্জে জাতীয়তাবাদী ঘরানার সকল ব্যবসায়ীদের একই প্লাটফর্মে নিয়ে এসে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১দফা কর্মসূচি বাস্তবায়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় বিরাট ভূমিকা পালন করবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জাতীয়তাবাদী ব্যবসায়ী দল সুনামগঞ্জ জেলা শাখার কমিটিকে সংবর্ধনা প্রদান
- আপলোড সময় : ২১-০৪-২০২৫ ০৭:১১:৩৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২১-০৪-২০২৫ ০৭:৪৭:০১ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ