পারিবারিক কলহের বিষয়ে সাবেক এমপি নাছির চৌধুরী’র সংবাদ সম্মেলন
- আপলোড সময় : ২১-০৪-২০২৫ ০৭:০৯:৩৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২১-০৪-২০২৫ ০৭:০৯:৩৭ পূর্বাহ্ন

দিরাই প্রতিনিধি ::
সুনামগঞ্জ-২ আসনের (দিরাই-শাল্লা) সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী বলেছেন- ওরা আমার সন্তান, আমি ওদের ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসে। আমি তাদের সাথে থাকতে চাই।
রোববার বেলা সাড়ে তিন টার দিকে নিজ বাসভবনে তাঁর সৎ ভাই, নিজ স্ত্রী ও মেয়েদের মধ্যে সংঘটিত পারিবারিক কলহের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
একাধিক সূত্রে জানাযায়, অসুস্থ নাছির চৌধুরীর খোঁজখবর নিতে শুক্রবার রাতে ঢাকা থেকে তাঁর দ্বিতীয় স্ত্রী ও দুই মেয়ে নিয়ে দিরাই আসেন। রাত ১২টার দিকে তারা বাসভবনে গেলে বাসায় থাকা নাছির উদ্দীন চৌধুরীর সৎভাই মাসুক চৌধুরী ও মিলন চৌধুরীর সাথে স্ত্রী ও মেয়েরা বিভিন্ন বিষয় নিয়ে বাকবিত-ায় লিপ্ত হন। এক পর্যায়ে তাদেরকে বাসা থেকে বের করে দেন মাসুক চৌধুরী। বিষয়টি ভাইরাল হওয়ায় সে বিষয়ে সংবাদ সম্মেলন করেন নাছির চৌধুরী।
এ ব্যাপারে নাছির চৌধুরীর স্ত্রী পারভিন আক্তার বলেন, শুক্রবার রাতে আমার অসুস্থ স্বামী নাছির চৌধুরীর খোঁজখবর নিতে ঢাকার বাসা থেকে আমি ও আমার দুই মেয়ে উনার দিরাইর বাসায় আসি। আমাদের দেখেই আমার স্বামীর সৎভাই মাসুক চৌধুরী ও মিলন চৌধুরী তেলে-বেগুনে জ্বলে উঠেন। বাকবিত-ার এক পর্যায়ে আমাকে ও মেয়েদের লাঞ্ছিত করেন। একপর্যায়ে বাসা থেকে বের না হলে মেরে ফেলার হুমকি দেন। আমরা প্রাণ ভয়ে গভীর রাতে একটি মাদ্রাসায় আশ্রয় নেই। আমরা আমাদের অধিকার ফিরে পেতে আইনের আশ্রয় নেবো।
বড় মেয়ে নাজিয়া চৌধুরী বলেন, আমার চাচারা আমাদের বাবার আদর থেকে বঞ্চিত রেখেছেন। আমার এমপি বাবার নাম বিক্রি করে তারা নিজের আখের গুছালে আমার অসুস্থ বাবাকে উন্নত চিকিৎসা না দিচ্ছেন না। আমাদেরকে বাবার স¤পদ থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করছেন। গতরাতে আমাদের উপর যে অত্যাচার করেছেন তা বলার ভাষা নেই। বাবাকে আমরা নিতে এসেছি, আমরা বাবাকে উন্নত চিকিৎসা দিতে চাই।
অভিযোগের বিষয়ে মাসুক চৌধুরী বলেন, আমার ভাই উনাকে তালাক দিয়েছেন। উনিতো কোনো মতেই আমাদের বাসায় আসতে পারেন না। আর মেয়েরা প্রায়ই আসে যায়। তবে মাসুক চৌধুরী তাদেরকে বাসা থেকে বের করা ও লাঞ্ছনার বিষয়টি অস্বীকার করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ