সুনামগঞ্জ , বুধবার, ২০ অগাস্ট ২০২৫ , ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা তাহিরপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ র‌্যাবের অভিযানে ভারতীয় ২৭২ বোতল মদ জব্দ যারা নির্বাচনের বিরোধিতা করছে তারা দেশের শত্রু : কয়ছর এম আহমদ প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় : তারেক রহমান সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’ দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর এম আহমেদ জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্প পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তাহিরপুরে তোপের মুখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা জাতি-ধর্মে ভেদাভেদ থাকবে না, এই দেশ সবার : সেনাপ্রধান বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্নের দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত

পারিবারিক কলহের বিষয়ে সাবেক এমপি নাছির চৌধুরী’র সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ২১-০৪-২০২৫ ০৭:০৯:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৫ ০৭:০৯:৩৭ পূর্বাহ্ন
পারিবারিক কলহের বিষয়ে সাবেক এমপি নাছির চৌধুরী’র সংবাদ সম্মেলন
দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জ-২ আসনের (দিরাই-শাল্লা) সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী বলেছেন- ওরা আমার সন্তান, আমি ওদের ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসে। আমি তাদের সাথে থাকতে চাই। রোববার বেলা সাড়ে তিন টার দিকে নিজ বাসভবনে তাঁর সৎ ভাই, নিজ স্ত্রী ও মেয়েদের মধ্যে সংঘটিত পারিবারিক কলহের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। একাধিক সূত্রে জানাযায়, অসুস্থ নাছির চৌধুরীর খোঁজখবর নিতে শুক্রবার রাতে ঢাকা থেকে তাঁর দ্বিতীয় স্ত্রী ও দুই মেয়ে নিয়ে দিরাই আসেন। রাত ১২টার দিকে তারা বাসভবনে গেলে বাসায় থাকা নাছির উদ্দীন চৌধুরীর সৎভাই মাসুক চৌধুরী ও মিলন চৌধুরীর সাথে স্ত্রী ও মেয়েরা বিভিন্ন বিষয় নিয়ে বাকবিত-ায় লিপ্ত হন। এক পর্যায়ে তাদেরকে বাসা থেকে বের করে দেন মাসুক চৌধুরী। বিষয়টি ভাইরাল হওয়ায় সে বিষয়ে সংবাদ সম্মেলন করেন নাছির চৌধুরী। এ ব্যাপারে নাছির চৌধুরীর স্ত্রী পারভিন আক্তার বলেন, শুক্রবার রাতে আমার অসুস্থ স্বামী নাছির চৌধুরীর খোঁজখবর নিতে ঢাকার বাসা থেকে আমি ও আমার দুই মেয়ে উনার দিরাইর বাসায় আসি। আমাদের দেখেই আমার স্বামীর সৎভাই মাসুক চৌধুরী ও মিলন চৌধুরী তেলে-বেগুনে জ্বলে উঠেন। বাকবিত-ার এক পর্যায়ে আমাকে ও মেয়েদের লাঞ্ছিত করেন। একপর্যায়ে বাসা থেকে বের না হলে মেরে ফেলার হুমকি দেন। আমরা প্রাণ ভয়ে গভীর রাতে একটি মাদ্রাসায় আশ্রয় নেই। আমরা আমাদের অধিকার ফিরে পেতে আইনের আশ্রয় নেবো। বড় মেয়ে নাজিয়া চৌধুরী বলেন, আমার চাচারা আমাদের বাবার আদর থেকে বঞ্চিত রেখেছেন। আমার এমপি বাবার নাম বিক্রি করে তারা নিজের আখের গুছালে আমার অসুস্থ বাবাকে উন্নত চিকিৎসা না দিচ্ছেন না। আমাদেরকে বাবার স¤পদ থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করছেন। গতরাতে আমাদের উপর যে অত্যাচার করেছেন তা বলার ভাষা নেই। বাবাকে আমরা নিতে এসেছি, আমরা বাবাকে উন্নত চিকিৎসা দিতে চাই। অভিযোগের বিষয়ে মাসুক চৌধুরী বলেন, আমার ভাই উনাকে তালাক দিয়েছেন। উনিতো কোনো মতেই আমাদের বাসায় আসতে পারেন না। আর মেয়েরা প্রায়ই আসে যায়। তবে মাসুক চৌধুরী তাদেরকে বাসা থেকে বের করা ও লাঞ্ছনার বিষয়টি অস্বীকার করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা

লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা