স্টাফ রিপোর্টার ::
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনুপ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় প্রধান অতিথি ছিলেন দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক ও প্রকাশক এবং সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের উপদেষ্টা বিজন সেন রায়।
মুখ্য আলোচক ছিলেন কবি ইকবাল কাগজী। অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রভাষক মোহাম্মদ হাবীবুল্লাহ তালুকদার, মুনির জ্ঞাতি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুর রব।
অনুষ্ঠিত সপ্তাহিক সাহিত্য আড্ডায় স্বরচিত কবিতা পাঠ করেন দুলাল মিয়া, সাজাউর রহমান, অনুপ তালুকদার, শাহ মো. কামরুজ্জামান, নূরুন নাহার লুনা, বিকাশ চন্দ আপন, মিল্লাত আহমদ ও আদিল আরমান।
উল্লেখ্য, প্রতি শনিবার সন্ধ্যা ৭টায় সুনামকণ্ঠ কার্যালয়ে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। এই আড্ডায় সাহিত্য অনুরাগীদের উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্টরা অনুরোধ জানিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
- আপলোড সময় : ২০-০৪-২০২৫ ০১:০৮:৫৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২০-০৪-২০২৫ ০৮:৩৪:৩৮ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ