সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ , ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাত বছরেও শেষ হয়নি ১৩০ কোটি টাকার দুই সেতুর নির্মাণকাজ নির্বাচন চ্যালেঞ্জিং হবে, হঠাৎ আক্রমণ চলে আসতে পারে : প্রধান উপদেষ্টা নিম্নমানের ইট দিয়ে নির্মাণকাজ,ভবনের দেয়াল ভেঙে দিতে জেলা প্রশাসকের নির্দেশ মিথ্যা তথ্যে ‘জুলাইযোদ্ধা’, ১২৮ জনের গেজেট বাতিল বালু লুটের প্রতিবাদে এনসিপি’র মানববন্ধন মোহনপুর-কাঠইর সড়ক বেহাল চলাচলে ভোগান্তির শেষ নেই জেলায় প্রথম বারের মতো অনুষ্ঠিত হলো ‘মেধা যাচাই বৃত্তি পরীক্ষা’ জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল সরকার-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে শান্তিগঞ্জে ফলোআপ কর্মশালা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি সুরমার ঘাটে ঘাটে ময়লার ভাগাড় আজ ‘জেলা প্রশাসন মেধা যাচাই বৃত্তি পরীক্ষায় বসছে ৭৬ হাজার ৪৮৫ শিক্ষার্থী ধোপাজানে অবৈধভাবে ১৪ দিনে ২৪ কোটি টাকার সিলিকা বালু লুট জুলাই আন্দোলনের পর সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা নিয়েছেন আমলারা : হাসনাত আবদুল্লাহ সড়ক দুর্ঘটনা রোধে পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন ধর্মপাশায় সড়ক পুনঃনির্মাণের দাবিতে অবরোধ যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গণভোটে কী হবে? কলেজে টিকটক-লাইকির ভিডিও ধারণ নিষিদ্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি সুনামগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযান: ৫ যানবাহনকে জরিমানা, জব্দ ৭ হাইড্রোলিক হর্ণ

বালু খেকোদের বিরুদ্ধে পুলিশের একশন

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৪ ০১:৪০:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৪ ০১:৪০:৪১ পূর্বাহ্ন
বালু খেকোদের বিরুদ্ধে পুলিশের একশন ছবি: সংগৃহীত
স্টাফ রিপোর্টার:: নদী থেকে অবৈধভাবে বালু পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ‘একশনে’ নেমেছে পুলিশ। প্রতিদিনই অবৈধভাবে বালু পাথর উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। জব্দ করা হচ্ছে বালু, পাথর ও পরিবহনে নিয়োজিত উপকরণ নৌকা। একই সঙ্গে আটক করা হচ্ছে অনেককে। তবে উত্তোলনে জড়িত কেবল শ্রমিকদের গ্রেপ্তার বা আটক করা হলেও মূল অপরাধীরা ধরাছোয়ার বাইরে রয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, বৃহষ্পতিবার রাতে তাহিরপুর থানা পুলিশ সীমান্ত নদী যাদুকাটা ও শান্তিপুর নদীতে অভিযান চালিয়ে ১ হাজার ৮০০ ঘনফুট বালু উদ্ধার করেছে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। বালু ও জব্দকৃত উপকরণের মূল্য প্রায় ৬ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গোপন খবর পেয়ে বৃহষ্পতিবার সন্ধ্যারাতে তাহিরপুর থানার এসআই আহমেদুল আরেফিন অভিযানে নামেন। এসময় ৬শ ঘনফুট উত্তোলিত বালু, তিনটি নৌকাসহ ৩জনকে আটক করেন তিনি। আটককৃতরা হলেন, তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর গ্রামের লাদেন মিয়া (২৫), একই গ্রামের শাহাব উদ্দিন (৩০), লিটন মিয়া (২২) এবং কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার দিঘীর পাড় গ্রামের রিপন মিয়া। এদিন এস আই আহমেদুল আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি টিম ১৮শ’ ঘনফুট অবৈধ বালু ও ৪ টি নৌকা সহ ৪ জনকে গ্রেফতার করে। যার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। এর আগে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বাদাঘাট উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য মোশাহিদ হোসেন রানুকে আটক করে পুলিশ। রানু যাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত বলে অভিযোগ আছে। এ ঘটনায় আমিন উদ্দিন, সায়েম আলী, দেলোয়ার হোসেন ও জয়ন্ত দাস নামের আরো চারজনকে আটক করা হয়। এদিকে সদর থানা পুলিশেরও একটি অভিযানিক দল অলিরবাজার এলাকায় সুরমা নদীর তীল থেকে গত ২৯ আগস্ট রাতে বালু ভর্তি তিনটি নৌকাসহ ২জনকে গ্রেপ্তার করে। ওই দল ৬ হাজার ৮শ ফুট বালু, ৩টি নৌকাসহ আটক করে। জব্দকৃত বালু উপকরণের মূল্য প্রায় সাড়ে ষাট লক্ষ টাকা বলে জানায় পুলিশ। এঘটনায় আটককৃত দুজনের বিরুদ্ধে মামলাসহ অজ্ঞাতনামা মূল হোতাদের বিরুদ্ধেও মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সুনামগঞ্জ পুলিশ সুপার এম. এন মোরশেদ বলেন, অবৈধভাবে বালু পাথর উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে অভিযান চলছে। আমরা বালু ও বালু বহনের উপকরণসহ জড়িতদের গ্রেপ্তার করছি। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জব্দ করছি তাদের পণ্য।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স