সুনামকণ্ঠ ডেস্ক ::
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বিভিন্ন কর্মসূচি পালনে জাতীয় পার্টিকে বাধা দেয়া হচ্ছে। জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে। এমন পরিস্থিতিতে নেতাকর্মীদের মাঠে থাকতে হবে। কোনোভাবেই মাঠ ছাড়া যাবে না। প্রয়োজনে সবাই একসাথে জেলে যাব। শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর বনানীতে দলটির কার্যালয়ে বর্ধিত সভা শেষে তিনি এ কথা বলেন। জি এম কাদের বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। সামনে আরও খারাপ হবে। সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার মতো যথেষ্ট টাকা নাই। তাই অর্থনীতি, বিনিয়োগ, নিরাপত্তা ও রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন। তা না হলে শেখ হাসিনার মতো তাদেরও একই অবস্থা হবে। এ সময় সরকার নিজস্ব দল তৈরি করে সবধরনের পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, কিছু মানুষ জাতীয় পার্টিকে হেনস্তা করতে অপপ্রচার ও দুর্নাম করছে। এখনই সেই দুর্নাম ঘোচানোর জন্য সময়। সুবিধাবাদী কেউ দলের নেতৃত্বে আসবে না। যারা তৃণমূলে কাজ পারবে তারাই দলের ভবিষ্যৎ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে : জি এম কাদের
- আপলোড সময় : ২০-০৪-২০২৫ ১২:১৭:৪৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২০-০৪-২০২৫ ০৮:২৮:৪০ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ