সুনামগঞ্জ , রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ , ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি ও চার বাম দল এইচএসসিতে ফল বিপর্যয়, অভিভাবকরা হতাশ যাদুকাটা নদীর তীরে গ্রামবাসীর মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহার ও পাড়কাটা বন্ধের দাবি শাল্লায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তা নির্মাণের টাকা আত্মসাতের অভিযোগ এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব না : নির্বাচন কমিশনার সই হল ‘জুলাই সনদ’ বালু লুটের অভিযোগে মামলা,আসামির তালিকায় প্রতিবাদকারীদের নাম জেলা প্রশাসককে পেয়ে গ্রামবাসী উচ্ছ্বসিত সুনামগঞ্জে দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মহিলা দলের সমাবেশ সিলেট বোর্ডে ইংরেজিতেই ফল বিপর্যয় ধানের শীষের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকতে হবে : মিজান চৌধুরী খাসিয়ামারা নদীতে বালুখেকো সিন্ডিকেট বেপরোয়া যাদুকাটার বালু লুটের সময় ‘টুঁ শব্দ’ না করলেও কাজ শেষে প্রতিবাদ যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলন: ৩৭ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ঋণ পরিশোধের পরও বৃদ্ধার বসতঘরে সুদখোরের তালা সদর হাসপাতালে স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি শহীদ মিনার ভাঙায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি ‘মব’ সৃষ্টি করে যাদুকাটার বালু লুট জড়িত একাধিক সিন্ডিকেট যাদুকাটায় ‘মব সৃষ্টি করে’ বালু লুট, বন্ধ না হলে নদী ভাঙন নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে

লরির ধাক্কায় আহত মোটরসাইকেল চালকের মৃত্যু

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৫ ০২:১৫:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৫ ০২:১৫:৫৭ পূর্বাহ্ন
লরির ধাক্কায় আহত মোটরসাইকেল চালকের মৃত্যু
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলায় লরি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে যাত্রীবাহী মোটরসাইকেল চালক মজনু মিয়া (৩৫) শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহ¯পতিবার (১৭এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাদে হরিপুর গ্রামের পশ্চিমপাশে থাকা পাকা সড়কে দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালকের বাড়ি উপজেলার বাদে হরিপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত নেওয়াজ মিয়ার ছেলে। ধর্মপাশা থানার এসআই মো. রফিকুল ইসলাম বলেন, বৃহ¯পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাদে হরিপুর গ্রামের বাসিন্দা ও যাত্রীবাহী মোটর সাইকেল চালক মজনু মিয়া মোটরসাইকেলে করে নিজ গ্রাম থেকে জয়শ্রী বাজারের দিকে রওয়ানা হন। তিনি মোটরসাইকেল নিয়ে নিজ গ্রামের পশ্চিমপাশে থাকা পাকা সড়কে পৌঁছামাত্রই একটি লরি গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের নিচে পড়ে গিয়ে গুরুতর আহন হন। স্থানীয় লোকজন আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ওইদিন রাত ১০টার দিকে পরিবারের লোকজন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই মোটরসাইকেল চালকের লাশ তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সই হল ‘জুলাই সনদ’

সই হল ‘জুলাই সনদ’