সুনামগঞ্জ , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভরাট হচ্ছে নদ-নদী ধর্মপাশায় খাসজমি দখলের অভিযোগ তৃতীয় বিশ্বযুদ্ধের নিরসন প্রসঙ্গে সীমান্তে ২২শ কেজি ভারতীয় ফুচকা জব্দ হাওর ইজারা বন্ধ করতে হবে : উপদেষ্টা ফরিদা আখতার সুরমার ভাঙনে বদলে যাচ্ছে ৩ গ্রামের মানচিত্র, ভাঙন রোধে নেই পদক্ষেপ ‘ডিসেম্বরই শেষ সময়’, আজ যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি ফসল তোলার উৎসব-সংগ্রামে একাকার হাওর-ভাটির কৃষক উৎকণ্ঠার মধ্যেই হাওরে ধান কাটার ধুম কোন কৃষককে হয়রানি করা যাবে না : খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বিএনপি ও কৃষক দলের সংবাদ সম্মেলন বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা বৃদ্ধির দাবি তৃতীয় দিনের মতো আন্দোলনে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে এবার শিক্ষার্থীদের সড়ক অবরোধ বেড়েছে অগ্নিকান্ডের ঘটনা, তিন মাসে জেলায় ৮৭ অগ্নিদুর্ঘটনা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, দুশ্চিন্তায় কৃষক জগন্নাথপুরে ভোক্তা অধিকার আইন বিষয়ক সভা ঢাকা ছাড়তে পুলিশের আবেদনের হিড়িক, ছয় মাসে সাড়ে সাত হাজারের বেশি বদলির আবেদন সিলেটে ছাত্রলীগ কর্মী খুন

‘ডিসেম্বরই শেষ সময়’, আজ যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৫ ১২:৪৯:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৫ ১২:৪৯:২২ পূর্বাহ্ন
‘ডিসেম্বরই শেষ সময়’, আজ যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি
সুনামকণ্ঠ ডেস্ক :: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার সূত্র ধরে এবার যুগপৎ আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসছে বিএনপি। আজ শনিবার (১৯ এপ্রিল) বিকেল তিনটায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করবেন বিএনপির লিয়াঁজো কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, লিয়াঁজো কমিটির প্রধান নজরুল ইসলাম খান বৈঠক করবেন ১২ দলীয় জোট ও এলডিপির সঙ্গে। বিকেল ৩টায় ১২ দলীয় জোট ও সন্ধ্যা ৭টায় এলডিপির সঙ্গে আলোচনা করবেন তিনি। গত ১৬ এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি। সেখানে তারা আগামী ডিসেম্বরের মধ্যে এয়োদশ সংসদ নির্বাচন আয়োজন করতে দাবি জানান। কিন্তু সরকার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না জানিয়ে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে বলে বিএনপিকে জানায়। সরকারের এই অবস্থান নিয়ে পাল্টা নিজেদের অসন্তুষ্টির কথা জানায় বিএনপি। বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে কথা বলে গেছে, লিয়াঁজো কমিটির বৈঠকে আগামী নির্বাচন ইস্যুতে যুগপতে থাকা দলগুলোর চিন্তা-ভাবনা জানবে বিএনপি। একই সঙ্গে বিএনপিও তাদের চিন্তা-ভাবনা তাদের জানাবে। পাশাপাশি বৈঠক থেকে বিএনপির পক্ষ থেকে মিত্র দলগুলোর নেতাদের জন্য নির্বাচনে আসন ছাড় দেওয়া এবং উপযুক্ত মূল্যায়নের আশ্বাস দেওয়া হবে। জানতে চাইলে ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, যুগপতের বৈঠকগুলো সাধারণ ১২ দলীয় জোট দিয়ে শুরু হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। শনিবার বেলা ৩টায় ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক দিয়েই আলোচনা শুরু করবে বিএনপি। আমরা মনে করি, ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে বলা হয়েছে ‘ডিসেম্বর শেষ সময়’। আমরা ১২ দলীয় জোটও বলতে চাই- ‘ডিসেম্বর শেষ সময়’। তিনি আরও বলেন, বিএনপির সঙ্গে আমরা কীভাবে আগামী দিনে নির্বাচন ও ভোটের ইস্যুতে জনগণের কাছে যাব, তা আলোচনায় উঠে আসবে। ডিসেম্বর মধ্যে যে নির্বাচন দরকার সরকারের প্রতি সেই বার্তা কীভাবে দেব, তা-ও উঠে আসবে বলে আশা করছি। বৈঠকের পর কোনো কর্মসূচি আসবে কিনা - জানতে চাইলে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন, বৈঠকে এই বিষয়ে আলোচনা হতে পারে। তারপর এই নিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব স্থায়ী কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেন, প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশনের সঙ্গে বিএনপির যে বৈঠক হয়েছে সেই আলোচনার সূত্র ধরে শনিবার ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক ডাকা হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কার করে বলেছেন- যুগপৎ সঙ্গীদের সঙ্গে আলোচনা করে আগামী দিনের কর্মপরিকল্পনা ঠিক করা হবে। আশা করছি, কালকের বৈঠকে সামনের দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হতে পারে- জানতে চাইলে শায়রুল কবির বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বক্তব্য বা সংবাদ দেখে নিজেদের মধ্যে যেন ভুল বোঝাবুঝি-বিভ্রান্তি তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখা এবং সাম্প্রতিক বিষয়গুলো আরও গভীর ও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে মন্তব্য করার বিষয়ে আলোচনা হতে পারে। আর বিএনপির কোনো বিষয় নিয়ে যদি যুগপৎ সঙ্গীদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়, তাহলে সেটি নিয়ে যেন দলের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত নেওয়া হয়- এমন পরামর্শও দেওয়া হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স