সুনামগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতাল কার্যক্রম চালুর দাবি
তৃতীয় দিনের মতো আন্দোলনে শিক্ষার্থীরা
- আপলোড সময় : ১৮-০৪-২০২৫ ০১:০৮:৪২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৮-০৪-২০২৫ ০১:০৮:৪২ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতাল কার্যক্রম চালুর দাবিতে তৃতীয় দিনের মত আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে প্রায় ২ ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধন থেকে দাবি করা হয় ২০২৫ এর মধ্যে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর চালু করতে হবে, ডিসেম্বর ২০২৫ এর মধ্যে পূর্ণাঙ্গভাবে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম শুরু করতে হবে। দাবিগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক পদক্ষেপ গ্রহণসহ সকল পদক্ষেপ গ্রহণ, সংযুক্ত ক্লিনিক্যাল এসিস্ট্যান্ট ও রেজিস্ট্রার নিয়োগ। সংযুক্ত সিনিয়র, জুনিয়র কনসালট্যান্ট নিয়োগপূর্বক সব ক্লিনিক্যাল বিষয়ের বিভাগ নিশ্চিত করা, মানসম্মত অপারেশন থিয়েটার নিশ্চিত করা, পরিবহন ব্যবস্থার ঘাটতি পূরণ করতে সর্বনিম্ন তিনটি মানসম্মত বাসের ব্যবস্থা করা, সাতদিনের মধ্যে উক্ত বিষয়সমূহ বিবেচনায় নিয়ে ওয়ার্ড ক্লাস শুরু এবং দুই কর্মদিবসের মধ্যে উপর্যুক্ত দাবিসমূহ বাস্তবায়নের জন্য গৃহীত পদক্ষেপসমূহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে স্পষ্ট লিখিত বিবৃতি প্রদান করতে হবে। এছাড়া হাসপাতাল কার্যক্রম শুরু হওয়ার আগ পর্যন্ত সদর হাসপাতালে সপ্তাহে ছয়দিন ওয়ার্ড ক্লাস পরিচালনার জন্য পরিবহনের ব্যবস্থা করতে হবে। এর আগে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য সচিব বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা। গত দু’দিন ক্লাস বর্জন করে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ