ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
- আপলোড সময় : ১৮-০৪-২০২৫ ০১:০৬:০৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৮-০৪-২০২৫ ০১:০৬:০৯ পূর্বাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজারে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানাযায়, ওইদিন সন্ধ্যায় নির্জনে পেয়ে মৃত ইলিয়াস আলীর পুত্র মোহাম্মদ আলী শিশুটির মুখ চেপে ধরে তার রুমে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়। পরে তার চিৎকার শুনে বাড়ির লোকজন এবং ভিকটিমের মা এসে শিশুটিকে উদ্ধার করেন। এ ঘটনায় ওইদিন রাতেই ভিকটিমের পরিবার দোয়ারাবাজার থানার একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয়রা জানান, ভিকটিমের পরিবার অসহায়। তার বাবা দিনমজুর। অন্যদিকে মোহাম্মদ আলীর পরিবার অত্যন্ত প্রভাবশালী। তারা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বলেন, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় ডাক্তারি পরীক্ষা শেষে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ