সুনামগঞ্জ , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমার ভাঙনে বদলে যাচ্ছে ৩ গ্রামের মানচিত্র, ভাঙন রোধে নেই পদক্ষেপ ‘ডিসেম্বরই শেষ সময়’, আজ যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি ফসল তোলার উৎসব-সংগ্রামে একাকার হাওর-ভাটির কৃষক উৎকণ্ঠার মধ্যেই হাওরে ধান কাটার ধুম কোন কৃষককে হয়রানি করা যাবে না : খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বিএনপি ও কৃষক দলের সংবাদ সম্মেলন বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা বৃদ্ধির দাবি তৃতীয় দিনের মতো আন্দোলনে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে এবার শিক্ষার্থীদের সড়ক অবরোধ বেড়েছে অগ্নিকান্ডের ঘটনা, তিন মাসে জেলায় ৮৭ অগ্নিদুর্ঘটনা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, দুশ্চিন্তায় কৃষক জগন্নাথপুরে ভোক্তা অধিকার আইন বিষয়ক সভা ঢাকা ছাড়তে পুলিশের আবেদনের হিড়িক, ছয় মাসে সাড়ে সাত হাজারের বেশি বদলির আবেদন সিলেটে ছাত্রলীগ কর্মী খুন সীমান্তে ভারতীয় ১২ গরু জব্দ হাসপাতাল চালুর দাবিতে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ক্লাস বর্জন বর্ণিল আয়োজনে বর্ষবরণ হাওরে চড়ক উৎসবে মানুষের ঢল ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, দ্রুত পাকা ধান কাটার আহ্বান

বেড়েছে অগ্নিকান্ডের ঘটনা, তিন মাসে জেলায় ৮৭ অগ্নিদুর্ঘটনা

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ১১:২৫:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ১১:২৫:৪১ অপরাহ্ন
বেড়েছে অগ্নিকান্ডের ঘটনা, তিন মাসে জেলায় ৮৭ অগ্নিদুর্ঘটনা
শহীদনূর আহমেদ :: সুনামগঞ্জে বেড়েছে অগ্নিকান্ডের ঘটনা। সাম্প্রতিক সময়ে জেলা শহরের চেয়ে বেশি অগ্নিকান্ড সংঘটিত হচ্ছে উপজেলার ও গ্রাম পর্যায়ে। এসব অগ্নিকান্ডের বেশির ভাগ দুর্ঘটনা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিগত এক বছরে যে পরিমাণ অগ্নিকান্ড হয়েছে তা অন্যান্য সময়ের চেয়ে কয়েকগুণ বেশি। সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানাযায়, সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কেবল তিন মাসে ৮৭টি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক ঘরবাড়ি ও অর্ধশত দোকানপাট। আর্থিক ক্ষতির পরিমাণ আড়াই কোটি টাকা ফায়ার সার্ভিস জানালেও বাস্তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হবে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। অগ্নিকান্ডে ১১ কোটি ৫৯ লাখ টাকার ৯০ হাজার টাকার মালমাল উদ্ধার করা গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। অগ্নিকান্ডের নেপথ্যে বৈদ্যুতিক শর্ট সার্কিট, বৈদ্যুতিক যন্ত্রাংশ (এসি, ফ্রিজ), গ্যাস সিলিন্ডার লিকেজ বা বিস্ফোরণ, গ্যাসের চুলায় লিকেজ, দাহ্যপদার্থ রাখাসহ অসচেতনতাকে দায়ি করছেন সংশ্লিষ্টরা। অগ্নিকান্ডে একদিকে আর্থিক ক্ষতি সাধিত হচ্ছে, অন্যদিকে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। গেল শনিবার রাতে জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন সলফ গ্রামে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন লেগে পুড়ে যায় অন্তত ১০টি বসতঘর ও একটি মোদিদোকান। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঘরবাড়ির হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। ঘুরে দাঁড়াতে সরকারি-বেসরকারি সহায়তা চেয়েছেন তারা। ক্ষতিগ্রস্ত জাহির মিয়া বলেন, অগ্নিকান্ডে আমরা ৭-৮টি পরিবার পথের ভিখারি হয়ে গেছি। আমরা কিভাবে সামনের দিনগুলো চলবো তা জানি না। সরকার যদি আমাদের দিকে না তাকায়, আমরা কই যাইমু। অভিজ্ঞমহলের দাবি অগ্নিকান্ডের এসব ঘটনা অসচেতনতার পাশাপাশি অবৈধ মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডারের যত্রতত্র ব্যবহারের ফলে ঘটছে। কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করে এই দাহ্য পদার্থ ব্যবসা, বিপণন, মজুদ এবং ঝুঁকিপূর্ণ ব্যবহারের ফলে প্রায়ই ঘটছে অগ্নিকান্ড। সুনামগঞ্জ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক প্রভাষক ফজলুল করিম সাইদ বলেন, সাম্প্রতিক সময়ে যে পরিমাণ অগ্নিদুর্ঘটনা ঘটছে তা আমাদের জন্য উদ্বেগজনক। অগ্নিকান্ডের পরিমাণ শূন্যের কোটায় নিয়ে আসতে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। আর এই কাজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আরও তৎপর হতে হবে। যারা গ্যাস সিলিন্ডার বিক্রি ও ব্যবহার করেন তাদের মনিটরিংয়ের আওতায় আনা জরুরি। সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. এনামুল হক বলেন, গত তিন মাসে বিভিন্ন উপজেলায় ৮৭টি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের খবর পাওয়ার পর পর আমরা অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজ চালিয়ে থাকি। অগ্নিকান্ডের হার কমিয়ে আনতে জনসচেতনতা সৃষ্টিতে নিয়মিত স্কুল, কলেজ ও গ্রাম পর্যায়ে প্রদর্শনী করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স